• লরিতে পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের, গুরুতর জখম বাইকচালক
    আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬ চাকা লরির নীচে আটকে এক যুবক। সেই অবস্থাতেই তাঁকে ছেঁচড়ে, তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে লরিটি। পিছনে তাড়া করছেন ট্র্যাফিক পুলিশ ও স্থানীয়েরা। বৃহস্পতিবার দুপুরে পানিহাটিতে এমন দৃশ্য দেখে হকচকিয়ে গিয়েছিলেন পথচারীরা। পানিহাটির ওই ঘটনায় লরিটির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কিশোরের। লরির চাকায় আটকে থাকা যুবক সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ সূত্রের খবর, মৃত কিশোরের নাম হুজ়াইফা আনসারি (১৫)। আর হাসপাতালে চিকিৎসাধীন যুবকের নাম জহিব আনসারি (৩১)। রাঁচীর চার্চ রোডের বাসিন্দা হুজ়াইফা নোয়াপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। এ দিন সে একটি অ্যাপ-বাইকে চেপে ব্যারাকপুরের দিক থেকে আসছিল। বাইকটি চালাচ্ছিলেন জহিব। তিনি নোয়াপাড়ার গারুলিয়া বাজার এলাকার বাসিন্দা। কামারহাটির দিকে যাওয়ার সময়ে বিটি রোডে পানিহাটি ধানকল মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ব্যারাকপুরের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) অম্লানকুসুম ঘোষ বলেন, ‘‘ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। লরিটি আটক করে চালককে গ্রেফতার করা হয়েছে। কী ভাবে ঘটনা ঘটল, তা জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’’

    প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জহিবদের বাইকটি রাস্তার ডান দিকে অর্থাৎ পথ বিভাজিকার পাশ ঘেঁষে যাচ্ছিল। আলু বোঝাই লরিটিও পিছনে আসছিল। আচমকাই সেটি বাইকে ধাক্কা মারলে হুজ়াইফারাস্তায় ছিটকে পড়ে ও লরির চাকায় পিষে যায়। লরির চাকায় আটকে যান জহিব। তার পরেও লরিটিকে এগিয়ে যেতে দেখে চেঁচামেঁচি জুড়ে দেন পথচারীরা। তাঁদের সঙ্গে কর্তব্যরত সোদপুর ট্র্যাফিক গার্ডের কর্মীরাও লরিটিকে তাড়া করেন। প্রায় ৫০০ মিটার দূরে বেঙ্গল কেমিক্যাল বাস স্টপের কাছে লরিটিকে আটকানো হয়। জহিব ও হুজ়াইফাকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সঙ্কটজনক অবস্থায় জহিবকে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। তবে বাইকটি কী ভাবে রাস্তার ডান দিকে চলে এল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। দুর্ঘটনার পরে এ দিন ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা।
  • Link to this news (আনন্দবাজার)