• স্বাধীনতার সময় ভারতে ইংরেজ জনসংখ্যা কত ছিল? উত্তর জানলে চমকাবেন
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১৯৪৭ সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন তা কেবল একটি রাজনৈতিক মুক্তি নয় বরং একটি ঐতিহাসিক মোড় ছিল। প্রায় দু'শো বছর ব্রিটিশ শাসনের পর, ভারতে ব্রিটিশদের উপস্থিতির অবসান ঘটে। এই সময়কালে, লক্ষ লক্ষ ব্রিটিশ মানুষ সরকারি চাকরির জন্য, ভারতীয়দের সঙ্গে ব্যবসা করার জন্য, অথবা সেনাবাহিনীতে চাকরি করার জন্য ভারতে এসেছিল। এভাবে, কয়েক দশক ধরে, ব্রিটিশরা ভারতের সমস্ত অংশ দখল করে রেখেছিল।

    তবুও, একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়- স্বাধীনতার সময়, ভারতে কতজন ব্রিটিশ বাস করতেন? আদমশুমারিতে তাদের গণনা করা হয়েছিল? এই প্রতিবেদনে সেই তথ্য খোলসা করা হল।

    স্বাধীনতার সময় ভারতে ব্রিটিশদের জনসংখ্যা কত ছিল?১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময়, দেশে আনুমানিক ব্রিটিশ জনসংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। ১৮৯১ সালের আদমশুমারি অনুসারে, ভারতে মাতৃভাষী ইংরেজ ছিল প্রায় ২,৩৮,৪০৯ জন। ১৯২১ সালের আদমশুমারি অনুসারে, ভারতে ব্রিটিশ নাগরিকের সংখ্যা কমে ১,৬৫,৪৮৫ জনে দাঁড়ায়। এই জনসংখ্যায় প্রায় ৪০,০০০ ব্রিটিশ সৈন্য, ২০০০-এরও বেশি উচ্চপদস্থ আধিকারিক, বিপুল সংখ্যক ব্যবসায়ী, প্রশাসক এবং অন্যান্য বেসামরিক নাগরিক এবং প্রায় ১০ লক্ষ অ্যাংলো-ইন্ডিয়ান অন্তর্ভুক্ত ছিল।

    ভারতের আদমশুমারি ব্যবস্থার মূল উৎস ১৮০০ সালের গোড়ার দিকে। প্রথম আনুষ্ঠানিক জাতীয় আদমশুমারি ১৮৭২ সালে নেওয়া হয়েছিল, যদিও সম্পূর্ণরূপে একযোগে নয়। দেশজুড়ে প্রথম সম্পূর্ণ একযোগে আদমশুমারি ১৮৮১ সালে অনুষ্ঠিত হয়েছিল। ভারতে সাধারণত প্রতি দশ বছর পর পর একটি আদমশুমারি করে।

    এই আদমশুমারিতে ভারতের জনসংখ্যার বৈশিষ্ট্য, যেমন- ধর্ম, ভাষা, বর্ণ, জন্মস্থান, বয়স, শিক্ষা এবং পেশা রেকর্ড করা হয়েছিল। ভারতে ব্রিটিশ নাগরিকদের একইভাবে গণনা করা হত। তবে, ব্রিটিশ নাগরিকদের ভারতীয় নাগরিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, বরং তাদের "জাতিগতভাবে ইটালীয়, ইংরেজ, স্কটিশ, আইরিশ, ইউরোপীয়, অথবা অ্যাংলো-ইন্ডিয়ান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।

    অ্যাংলো-ইন্ডিয়ানরা ছিল মিশ্র বংশোদ্ভূত পিতামাতার সন্তান, যাদের মধ্যে একজন ইউরোপীয় এবং অন্যজন ভারতীয়। তাদের প্রায়শই ইংরেজি রীতিনীতি সম্পর্কে কিছু জ্ঞান ছিল এবং তারা ইংরেজিতে কথা বলতেন। তবে তাদের জন্ম ও বেড়ে ওটা মূলত ভারতেই। ভারতের স্বাধীনতার সঙ্গে, বেশিরভাগ ব্রিটিশ এ দেশ ছেড়ে চলে যায়। ব্রিটিশ সেনাবাহিনীর সৈন্য এবং অফিসাররা ব্রিটেনে ফিরে আসেন, ইংরেজ ব্যবসায়ী এবং অন্যান্য বেসামরিক নাগরিকরা ভারতে তাদের ব্যবসা বন্ধ করে দেন। কিছু ব্যতিক্রম ছাড়া, অ্যাংলো-ইন্ডিয়ানরাই একমাত্র, যারা ভারতে থেকে গিয়েছিলেন।
  • Link to this news (আজকাল)