অস্বস্তি বাড়ল অনিল আম্বানির, 'প্রতারক' তকমা দিল আরও এক ব্যাঙ্ক
আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রিলায়েন্স কমিউনিকেশনসের (আরকম) প্রাক্তন কর্ণধার অনিল আম্বানিকে এবার 'প্রতারক' হিসাবে চিহ্নিত করল ব্যাঙ্ক অফ বরোদা। এর আগে একই পদক্ষেপ করেছিল স্টেট ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শেয়ার বাজারকে ইতিমধ্যেই এই ঘোষণার কথা সে কথা জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। তবে, ব্যাঙ্ক অফ বরোদার ঋণের অঙ্কটা এখনও প্রকাশ্যে আসেনি।
একের পর এক ব্যাঙ্ক প্রতারক ঘোষণা করায় চাপ বাড়ছে অনিল আম্বানির। বিপাকে আরকমও। তবে আরকম আর অনিল আম্বানির মালিকানাধীন নয়। এক বিবৃতিতে, অনিল আম্বানির একজন মুখপাত্র বলেছেন যে, তিনি আরকমের একজন নির্বাহী পরিচালক বা ব্যবস্থাপক নন। ২০১৩ সালের বিষয়টি উল্লেখ করে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণে তাঁর কোনও ভূমিকা ছিল না। আপাতত ওই সংস্থারই সম্পত্তি বাজেয়াপ্ত করে ঋণের টাকা তোলার চেষ্টা চলেছে।
অনিল আম্বানির বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। ঋণে জর্জরিত আরকমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু, তাতেও সমস্যা কমছে না। সিবিআই সূত্রের খবর, ব্যাঙ্কগুলি মনে করছে তাঁদের দেওয়া ঋণ সঠিকভাবে ব্যবহার করেনি রিলায়েন্স। টাকা নয়ছয় হয়েছে। সেকারণেই আরকমের দেউলিয়া দশা। আর্থিত নয়ছয় হয়েছে কিনা তার তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় সংস্থা ইডি রিলায়েন্স হাউজিং ফাইন্যান্স, আরকম এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্সের ঋণ সম্পর্কে ১২-১৩টি ব্যাঙ্কের কাছ থেকে বিশদ জানতে চেয়েছে বলে জানা গিয়েছে। ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিল আম্বানিকে।
আগেই অনিল আম্বানির সংস্থা নিজেদের দেইলিয়া ঘোষণা করেছে। স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল আরকম এবং তার শাখা সংস্থাগুলি। এই অর্থ ঋণের শর্ত ভেঙে রিলায়েন্স গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, তারা রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়।