• বকেয়া প্রায় ২০০ কোটি! ভেন্টিলেশনে মোদির স্বপ্নের প্রকল্প 'আয়ুষ্মান ভারত', ছত্তিগড়ে হাসপাতালগুলি রোগীদের থেকে টাকা চাইছে
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য কেন্দ্রের প্রধান স্বাস্থ্যসেবা প্রকল্প 'আয়ুষ্মান ভারত'। এই প্রকল্পেই ছত্তিশগড়ে  প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। ফলে ছত্তিশগড়ের হাসপাতালগুলি রোগীদের কাছ থেকে নগদ অর্থ চাইতে বাধ্য হচ্ছে।

    দ্য অ্যাসোসিয়েশন অফ হেল্থকেয়ার প্রোভাইডারস অফ ইন্ডিয়া (AHPI) পাঁচ দিনের জন্য এই পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করেছে। সংস্থার দাবি, হাসপাতালগুলিকে সময়মতো অর্থ পরিশোধ না করলে আর এই কেন্দ্রীয় প্রকল্পটি পরিচালনা করা সম্ভব নয়। ছত্তিশগড় দ্য অ্যাসোসিয়েশন অফ হেল্থকেয়ার প্রোভাইডারস অফ ইন্ডিয়া-এর সভাপতি ডাঃ রাকেশ গুপ্তা বলেছেন, "তহবিল ছাড়া হাসপাতাল পরিচালনা করা অসম্ভব। এমনকি বাধ্যতামূলক ডিজিআরসি সভা, যা প্রতি মাসে হওয়া উচিত, তা অনুষ্ঠিত হচ্ছে না। অভিযোগ প্রতিকারের জন্য কোনও প্ল্যাটফর্মও নেই।" 

    আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) নামেও পরিচিত। এটা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য বিমা প্রকল্প, যা দরিদ্র ও আর্থিকবাবে দুস্থ পরিবারগুলিকে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকে।

    ইন্ডিয়া টুডে টিভি-র পর্যালোচিত নথিতে দেখা গিয়েছে যে, বেসরকারি হাসপাতেলের ক্ষেত্রে আয়ুষ্মান প্রকল্পে লক্ষ লক্ষ টাকার বিল অমীমাংসিত রয়েছে। শিশু হাসপাতালগুলি বিশেষ চাপের মধ্যে রয়েছে। শিশুদের ব্যয়বহুল অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রেয় তহবিলের সংকট প্রকট।

    ছত্তিশগড়ের কিছু বড় হাসপাতাল, যার মধ্যে রয়েছে রামকৃষ্ণ কেয়ার, ভিওয়াই, দানি এবং এনকেএইচ সুপার স্পেশালিটি, রোগীর পরিবারের সমালোচনার মুখে পড়েছে। অভিযোগ যে, বৈধ আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও তাঁদের নগদ অর্থ দিতে বলা হয়েছিল।

    যদিও কিছু রোগী নগদহীন চিকিৎসা পাচ্ছেন, আবার অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা তাঁদের নিজেরে গাঁটের কড়ি খরচা করে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। বিলাসপুরের একজন রোগী বলেন, "এই প্রকল্পটি বিনামূল্যে হওয়ার কথা ছিল, কিন্তু চিকিৎসার জন্য আমাদের জমি বন্ধক রাখতে হয়েছে।" সুকমার আরেকজন রোগী বলেন, "আমরা আশা নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু হাসপাতাল বলছে আয়ুষ্মান কার্ড কাজ করছে না।"

     
  • Link to this news (আজকাল)