• কোথাও পাওয়া যাবে তাঁকে! এমন টিকিট পরীক্ষক থাকলে বারে বারে ট্রেনে চড়তে চায় মন, দেখুন ভিডিও
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একটি সাধারণ টিকিট চেকিং মুহূর্ত ইন্টারনেটের সাম্প্রতিকতম নেশাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। একটি এসি ট্রেনের বগির ভিতরে দাড়িওয়ালা টিকিট কালেক্টর (টিসি) -এর একটি ছোট ইনস্টাগ্রাম রিল ভাইরাল হয়েছে। সম্ভবত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের টিকিট খতিয়ে দেখছিলেন ওই পরীক্ষক। রিল ভাইরাল হতেই নেটিজেনদের একটাই প্রশ্ন, কোথায় পাওয়া যাবে এই টিকিট পরীক্ষককে?

    রিলটিতে অরিজিৎ সিংয়ের একটি জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে টিসি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন, টিকিট চেক করছেন, আর তাঁর বিপরীতে একজন মহিলা বসে আছেন। যিনি সম্ভবত ভিডিওটি তুলেছেন। রিলটির ক্যাপশনে লেখা লেখা রয়েছে, “হায় এ রকম টিসি-র দেখা পেলে রোজ ট্রেনে যাতায়াত করব।”

    রিলটিতে মন্তব্যের ঝড় তুলেছে। যার মধ্যে রয়েছে হাস্যরস, প্রশংসা এবং কৌতূহল। সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একজন দর্শক রসিকতা করে লিখেছেন, “নিজের টিকিটটি জানালা দিয়ে ছুঁড়ে ফেল দাও, তারপর সে তোমাকে ধরে নিয়ে যাবে।” আরও একজন লিখেছেন, “সে একজন সরকারি কর্মী, সে খুব সুন্দরী একজন স্ত্রী পাবে, তাঁকে নিয়ে স্বপ্ন দেখো না।”

    কিছু ব্যবহারকারী বাস্তব জীবনের দৃশ্য কল্পনা করার লোভ সামলাতে পারেননি। “অন্যের ভাই, ছেলে বা বয়ফ্রেন্ডের দিকে তাকাতে কি তোমার লজ্জা লাগে না? যাই হোক, এই ট্রেনটি কোন রুটে চলছে?” অন্যরা তাঁদের উত্তেজনা এবং আকাঙ্ক্ষার কথা মন্তব্য বিভাগে লিখেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “আমার কাছে টিকিট নেই, দয়া করে আমাকে ধরুন।” অন্য একজন মন্তব্য করেছেন, “আমি তাঁকে চিনি, তিনি বিবাহিত।”

    তবুও কিছু ব্যবহারকারী স্বপ্ন দেখতে থাকেন। একজন বলেছেন, “আমি শতাব্দী, বন্দে ভারত, রাজধানীতে ভ্রমণ করেছি। এমন টিসি কোথায়? আমিও আমার চোখকে আরাম দিতে চাই, সে কারও ভাই বা ছেলে কি না তা আমি সত্যিই পরোয়া করি না।”

    ভাইরাল হওয়া রিলটি ব্যবহারকারীদের নজর কেড়েছে। যারা কল্পনা করেছিলেন যে টিসি নিজেই যদি তাঁর হঠাৎ খ্যাতি আবিষ্কার করেন তখন কী হবে। একজন ব্যবহারকারী বলেছেন, “কল্পনা করুন এই রিলটি তাঁর ফিডে চলে এল।” আর একজন লিখেছেন, “ছেলেটিকে ভাইরাল করে দিলে, সে হয়তো জানেও না যে সে বিখ্যাত হয়ে গিয়েছে।”

    অন্যরা বিস্তারিত তথ্যের অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন। “এটা ঠিক নয়! ট্রেনের নম্বর এবং রুটের বিবরণ ছাড়াই এই রিলটি পোস্ট করা ঠিক নয়- এ কী ধরণের আচরণ?”

    ভক্তরা এখন তাকে সশরীরে দেখার আশায় ট্রেন ভ্রমণের পরিকল্পনা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাদের শীঘ্রই বন্দে ভারত ভ্রমণ করতে হবে, আমরা কখন পরিকল্পনা করব?”

    শতাব্দী বা বন্দে ভারত যাই হোক না কেন, এই টিসি অনলাইনে সকলের হৃদয় কেড়ে নিয়েছেন। প্রমাণ করে দিয়েছেন যে কখনও কখনও টিকিট চেক করার মতো ছোটোখাটো, দৈনন্দিন মুহূর্তগুলি কাউকে রাতারাতি সেনসেশন করে তুলতে পারে।
  • Link to this news (আজকাল)