আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস (PBKS)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল ঘোষণা করেছে ৩৩.৮০ লক্ষ টাকা ত্রাণ তহবিলে দান করবে তারা। হেমকুন্ত ফাউন্ডেশন ও রাউন্ড টেবিল ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে চালু করা হয়েছে তাঁদের ‘টুগেদার ফর পাঞ্জাব’ ক্যাম্পেন। এই উদ্যোগের লক্ষ্য বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি আটকে পড়া পরিবারগুলিকে উদ্ধারের জন্য রেসকিউ বোট সরবরাহ করা হবে। চিকিৎসা পরিষেবা এবং বিশুদ্ধ পানীয় জল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকায়। এছাড়া, ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের ক্যাম্পেইন চালু করেছে পাঞ্জাব কিংস, যার লক্ষ্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২ কোটি টাকা জোগাড় করা।
এই অর্থ গ্লোবাল শিখ চ্যারিটির হাতে তুলে দেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্তদের জীবন পুনর্গঠনে ব্যবহার করা যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘পাঞ্জাব কিংস হেমকুন্ত ফাউন্ডেশন ও রাউন্ড টেবিল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে ‘টুগেদার ফর পাঞ্জাব’ ক্যাম্পেইন শুরু করেছে। এর অংশ হিসেবে সংস্থা ৩৩.৮০ লক্ষ টাকার ত্রাণ সহায়তা করা হচ্ছে।’ উল্লেখ্য, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি পাঞ্জাব। এখনও পর্যন্ত প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের ২৩টি জেলাই বন্যা কবলিত ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ১,০৪৪টি গ্রামে প্রায় ২.৫৬ লক্ষ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর মারফত, গুরদাসপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ১.৪৫ লক্ষ মানুষ এই দুর্যোগে আক্রান্ত।
অন্যান্য মারাত্মক ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে অমৃতসর, ফিরোজপুর ও ফাজিলকা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ১৫,৬৮৮ জনকে। এর মধ্যে গুরদাসপুর জেলা থেকে সর্বাধিক ৫,৫৪৯ জনকে, ফিরোজপুর থেকে ৩,৩২১ জন, ফাজিলকা থেকে ২,০৪৯ জন, অমৃতসর থেকে ১,৭০০ জন, পাঠানকোট থেকে ১,১৩৯ জন এবং হোশিয়ারপুর থেকে ১,০৫২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ১২৯টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ৭,১৪৪ জন মানুষ আশ্রয় নিয়েছেন। ভারি বর্ষণে হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের মতো প্রতিবেশী রাজ্যগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পাঞ্জাবে। ইতিমধ্যেই রাজ্যের এক হাজারেরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সেনা, এনডিআরএফ, বিএসএফ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চলছে।
নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অন্তত ১১,০০০ মানুষকে। পাঞ্জাবের বন্যা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি পাঞ্জাবের ‘সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা’-র ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। গিল পাঞ্জাবের ভূমিপুত্র, তিনি ক্ষতিগ্রস্তদের শক্তি যোগাতে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। এক পোস্টে গিল লিখেছেন, ‘দেখে খুবই খারাপ লাগছে যে আমার পাঞ্জাব বন্যায় বিধ্বস্ত। পাঞ্জাব সব প্রতিকূলতাকে ছাপিয়ে শক্তিশালী থাকবে এবং আমরা আবারও উঠব। আমার প্রার্থনা সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে। আমার মানুষদের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়ালাম।’ গিলের পাশাপাশি দিলজিৎ দোসাঞ্জ, অম্মি ভার্ক ও সোনম বাজওয়াওয়ের মতো পাশাপাশি একাধিক পাঞ্জাবি চলচ্চিত্র তারকা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে দিলজিৎ দোসাঞ্জ এনজিও ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে গুরুদাসপুর এবং অমৃতসর জেলার দশটি গ্রামকে দত্তক নিয়ে খাবার, জল ও চিকিৎসা সরবরাহের ব্যবস্থা করেছেন।