আজকাল ওয়েবডেস্ক: টেসলা ভারতে এক বড় মাইলফলক ছুঁয়েছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি)-এ নবনির্মিত ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’ থেকে প্রথম মডেল ওয়াই গাড়ি সরবরাহের মাধ্যমে। বৈদ্যুতিক এই এসইউভি মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সরনাইক-এর হাতে তুলে দেওয়া হয়, ফলে তিনিই দেশের প্রথম ব্যক্তি যিনি কোম্পানির অফিশিয়াল আউটলেট থেকে সরাসরি একটি টেসলা গাড়ি গ্রহণ করলেন।
মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা জুলাই মাসে তাদের প্রথম শোরুম উদ্বোধনের পরই সরনাইক মডেল ওয়াই বুক করেছিলেন। বিকেসি হাবে গাড়িটি প্রদর্শন করা হয়েছিল, যেখানে টেসলার কর্মীরা দর্শকদের কোম্পানির স্বাক্ষর প্রযুক্তি ও টেকসই পরিবহন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ধারণা দেন।অনুষ্ঠানে শিবসেনা নেতা সরনাইক বলেন, এই ক্রয় কেবল ব্যক্তিগত নয়, বরং মহারাষ্ট্রের সবুজ উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। তিনি জানান, “নাগরিকদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বৈদ্যুতিক গাড়ির বিষয়ে সচেতনতা ছড়াতেই এই গাড়ি আমি নিলাম। আমি এটি আমার নাতিকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছি, যাতে ছোট থেকেই টেকসই পরিবহনের গুরুত্ব বোঝানো যায়।”
মন্ত্রী আরও একবার মহারাষ্ট্রের আগামী দশকের মধ্যে বৃহৎ পরিসরে ইভি রূপান্তরের লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্লিন মোবিলিটি ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যেই রাজ্য সরকার ইভি প্রচারের জন্য বিভিন্ন প্রণোদনা চালু করেছে, যেমন—আটল সেতু ও সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে টোল মওকুফ, এবং মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বহরে প্রায় ৫,০০০ ই-বাস সংযোজন।
বিকেসি সেন্টারটি ভারতের প্রথম অফিশিয়াল টেসলা রিটেইল ও এক্সপেরিয়েন্স আউটলেট। গত মাসে দিল্লির অ্যারোসিটিতে দ্বিতীয় কেন্দ্র চালু করা হয়েছে। টেসলা মডেল ওয়াই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, উভয়ই ভিন্ন ব্যাটারি প্যাক দ্বারা চালিত। রিয়ার-হুইল ড্রাইভ (RWD): ৬০ কিলোওয়াট-ঘণ্টার LFP ব্যাটারি ব্যবহার করে, যা WLTP মানদণ্ডে প্রতি চার্জে ৫০০ কিমি রেঞ্জ দেয়। লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ (LR RWD): বড় ব্যাটারি সহ আসে, যার ফলে রেঞ্জ বেড়ে দাঁড়ায় ৬২২ কিমি।
বর্তমানে ভারতে কেবল সিঙ্গল-মোটর সংস্করণ উপলব্ধ, তবুও পারফরম্যান্স শক্তিশালী। RWD ভ্যারিয়েন্ট ০–১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেয় ৫.৯ সেকেন্ড। LR RWD একই কাজ করে ৫.৬ সেকেন্ডে। দুটো ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতি ২০১ কিমি/ঘণ্টা।
যদিও টেসলা এখনও ভারতে সুপারচার্জার নেটওয়ার্ক চালুর ঘোষণা করেনি। কোম্পানির দাবি অনুযায়ী তাদের আল্ট্রা-ফাস্ট ডিসি চার্জার ১৫ মিনিটে রেঞ্জ বাড়াতে পারে—RWD-এর ক্ষেত্রে ২৩৮ কিমি এবং LR RWD-এর ক্ষেত্রে ২৬৭ কিমি। মডেল ওয়াই RWD: ৫৯.৮৯ লাখ (এক্স-শোরুম, দিল্লি)এবং মডেল ওয়াই LR RWD: ৬৭.৮৯ লাখ দামে মিলবে। স্ট্যান্ডার্ড পেইন্ট হল স্টেলথ গ্রে। অতিরিক্ত খরচে অন্যান্য রঙ পাওয়া যাবে—পার্ল হোয়াইট মাল্টি-কোট ও ডায়মন্ড ব্ল্যাক (৯৫,০০০), গ্লেসিয়ার ব্লু (১.২৫ লাখ), আর কুইকসিলভার বা আল্ট্রা রেড (১.৮৫ লাখ)।