হাত ভর্তি মেহেন্দি বউমার, আচমকা রান্নাঘরে ঢুকে যা করলেন শ্বশুর, ভিডিও দেখছেন হাজার হাজার মানুষ...
আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে নানা ধরনের বিষয় ছড়িয়ে পড়ে। কিছু বিষয় নিয়ে চর্চা হয়, কিছু বিষয় নিয়ে প্রশস্তি ছড়ায়। কিছু কিছু পোস্ট দেখে আবার হেসে গড়াগড়ি খান নেটিজেনরা। তেমনই এক ভিডিও এখন চর্চায়। ভিডিও ছড়িয়ে পড়তেই, নেটপাড়ায় এখন চর্চা জোর।
কী রয়েছে ভিডিওতে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বউমার হাত ভর্তি মেহেন্দি। স্বাভাবিকভাবেই কাজ করতে পারছেন না যুবতী। আর ঠিক সেই সময়ে, তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন শ্বশুর। তিনি বউমাকে রান্নায় সহযোগিতা করছেন। সাম্প্রতিক সময়ে, যেখানে দেশের নানা জায়গা থেকে বারে বারে শ্বশুরবাড়ির অত্যাচার, পণের জন্য চাপ, পুত্রবধূকে খুনের অভিযোগ উঠে এসেছে, কোথাও অভিযোগ খুন করে দেহ লোপাট, কোথও অভিযোগ আত্মহত্যায় প্ররোচনার, সেখানে এই মিষ্টি মুহূর্ত থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। একজন স্নেহশীল শ্বশুর এবং তার পুত্রবধূর ওই ভিডিও সেই কারণেই ভাইরাল ব্যাপকহারে।
ছড়িয়ে পড়া, ভাইরাল হওয়া ওই ভিডিও সম্পর্কে বলা যাক। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে পুত্রবধূ আনন্দের সঙ্গে তাঁর সদ্য ডিজাইন করা মেহেন্দি প্রদর্শন করছেন এবং তাঁর শ্বশুর রান্নাঘরের দায়িত্ব সামলাচ্ছেন হাসিমুখে। দু'জনের মধ্যে এই সুন্দর আদান-প্রদান সম্পর্ক এবং দায়িত্ব সম্পর্কে এই সুপষ্ট ছবি দেখেই মন গলেছে সকলের। লাড্ডু অউর গোপাল কী মাইয়া নামের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ওই ভিডিও। তাতে ক্যাপশনে লেখা এক লাইন হিন্দি। যার বাংলা অর্থ, 'এরকম শ্বশুর মশাই ভাগ্য করেই পাওয়া যায়।'
ভিডিওতে, দেখা গিয়েছে, যুবতীর শ্বশুর পরিবারের সকলের জন্য রুটি সেঁকছেন। ভিডিওতে গোটা ঘটনাটি দেখিয়ে ওই যুবতীকে বেশকিছু কথা বলতে শোনা যায় হিন্দি ভাষায়। যার অর্থ, বন্ধুরা দেখ, আজ আমি মেহেন্দি লাগিয়েছি বলে আমার শ্বশুর রুটি বানাচ্ছেন। অন্যদিকে ওই ভিডিওতেই তাঁর শ্বশুরকেও বেশকিছু কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেন, 'আরে ইয়ে সৌভাগ্য কি বাত হোতি হ্যায়।' যার বাংলা অর্থ হল, এসিব তো সৌভাগ্যের ব্যাপার। এতারপরেই তিনি সকলের উদ্দেশে একটি সুন্দর বার্তা দিয়েছেন। বলেন, "সবাই লোগো কো বহু কে কাম মে সহ্য করনা চাহিয়ে প্রেম কে সাথ, সদ্ভাবনা কে সাথ (প্রত্যেকেরই তাদের পুত্রবধূর কাজকে ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে সমর্থন করা উচিত)।'
বহু নেটিজেন তাতে মন্তব্য করেছেন। কেউ কেউ জানিয়েছেন, এই রকমই তো হওয়া উচিত শ্বশুর-বউমার সম্পর্ক। কেউ কেউ আবার নিজেদের সম্পর্কের কথা বলেছেন। কেউ ওই যুবতীকে ভাগ্যবতী বলে উল্লেখ করেছেন।