• শিক্ষক দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শহর কলকাতায়, ইএম বাইপাসে ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন তরুণী ...
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের শহর কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার সকাল সাতটার দিকে শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এক অ্যাপ-ভিত্তিক বাইক এবং একটি ডাম্পারের সংঘর্ষে গুরুতরভাবে জখম হন বাইকের চালক এবং তাঁর সঙ্গে থাকা যুবতী আরোহী। স্থানীয়দের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় দেখা গেছে, বাইকটি রুবির দিকে যাচ্ছিল এবং একই দিকে আসছিল ডাম্পারটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জোরে বাইক চালক ও আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

    খবর পেয়ে ট্রাফিক আধিকারিকরা এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দু’জনকেই তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সূত্রে জানা গেছে, যুবতী আরোহী গুরুতর জখম অবস্থায় ভর্তি, এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাইক চালক আপাতত স্থিতিশীল রয়েছেন। ঘটনার পর ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বাইপাস এলাকায় ভোরবেলাতেই ডাম্পার ও অন্যান্য ভারী যানবাহনের বেপরোয়া দৌরাত্ম্য নতুন নয়। নিয়মিত নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। এই দুর্ঘটনার পর একবার ফের প্রশ্ন উঠেছে, শহরের ব্যস্ত বাইপাসে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন গতি নিয়ে।
  • Link to this news (আজকাল)