নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: জঙ্গি টার্গেটে মুম্বই! নাশকতা চালানোর জন্য ভারতে ঢুকেছে ১৪ জন পাক সন্ত্রাসবাদী। অনন্ত চতুর্দশী অর্থাৎ গণেশ বিসর্জনের দিন বিস্ফোরণ কেঁপে উঠবে ‘মায়ানগরী’। শুক্রবার সকালে এমনই হুমকি মেসেজ এসেছে পুলিসের কাছে। যা ঘিরে শুরু হয়েছে চর্চা। যদিও কোনও গুজবে কান না দেওয়ার জন্য শহরবাসীর কাছে আবেদন করেছে পুলিস-প্রশাসন।
পুলিসকে পাঠানো হুমকি মেসেজে দাবি করা হয়েছে, শহরজুড়ে একাধিক মানববোমা মোতায়েন থাকবে। এছাড়া আরডিএক্সের সাহায্যে ঘটানো হবে ভয়াবহ বিস্ফোরণ। এহেন হুমকি বার্তাকে হাল্কা ভাবে দেখতে রাজি নন অনেকে। দেশের বাণিজ্যনগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।
মুম্বই পুলিস জানিয়েছে, ‘ট্রাফিক পুলিসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি এসেছে। যেখানে দাবি করা হয়েছে, ‘শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে থাকবে ৩৪ জন ‘মানব বোমা’। বিস্ফোরণে গোটা মুম্বই শহর কেঁপে উঠবে।’ শুধু তাই নয়, নাশকতার চক্রান্ত বাস্তবায়িত করতে১৪ জন পাক জঙ্গি ইতিমধ্যে ভারতে ঢুকেছে বলেও ‘লস্কর-এ-জেহাদি’র নামে পাঠানো ওই মেসেজে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।