• আজ শহরে বৃষ্টির সম্ভাবনা কতটা? জানুন সর্বশেষ আপডেট
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ৫ সেপ্টেম্বর: প্রাক পুজো পর্বে বৃষ্টির চোখরাঙানি অব্যাহত। মূলত স্থানীয়ভাবে সৃষ্টি বজ্রগর্ভ মেঘের কারণে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। ব্যতিক্রম নয় কলকাতা। তবে আপাতত স্বস্তির খবর হল, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত নিম্নচাপের প্রভাবে দুর্যোগ পরিস্থিতি তৈরির সম্ভাবনা নেই। সর্বশেষ পূর্বাভাসে এমনই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। বরং আকাশ পরিষ্কার থাকার ফলে তাপমাত্রা বাড়বে। এতে ভ্যাপসা গরম পড়বে।

    উত্তরবঙ্গেও সাধারণভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে। তবে হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও অংশে ভারী বৃষ্টি হতে পারে।

    আজ, শুক্রবার কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সেইসঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

    গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৭.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার হার সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
  • Link to this news (বর্তমান)