• বাতিল থাকবে রাতের জোড়া শিয়ালদহ-ডানকুনি লোকাল, কবে জানুন
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ-ডানকুনি রুটের যাত্রীদের চিন্তা বাড়াল রেল। আজ, শুক্রবার রাতের জোড়া শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ থেকে বিধাননগর রোড স্টেশনের মাঝে রেলের জরুরি কাজের জন্য যাত্রীদের এই দুর্ভোগ পোহাতে হবে। কারণ, কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আজ রাত সাড়ে ১১টা থেকে পরদিন ভোর সাড়ে ৩টে পর্যন্ত টানা ৪ ঘণ্টা সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল করতে পারবে না। যার জেরে বাতিল দুই শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) লোকালের নম্বর হল – ৩২২৪৯ এবং ৩২২৫২। এছাড়াও শান্তিপুর-শিয়ালদহ (৩১৫৪২) লোকাল বারাকপুরে যাত্রা শেষ করবে। পাশাপাশি আপে শিয়ালদহ-শান্তিপুর (৩১৫১১) লোকাল ট্রেনটি বারাকপুরে যাত্রা বিরতি করবে। অর্থাৎ রেলের এই সংস্কার কাজের জন্য এই ট্রেনটি গোটা পথে চলাচল করতে পারবে না।
  • Link to this news (বর্তমান)