• বনগাঁ লাইনে গড়াল প্রথম এসি লোকাল, উচ্ছ্বাস যাত্রীদের
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: লাঘব হতে চলেছে কষ্টের ট্রেনযাত্রা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখায় গড়ালো এসি লোকাল ট্রেনের চাকা। নতুন ট্রেন দেখতে সকাল থেকেই স্টেশনগুলিতে ভিড় জমান সাধারণ মানুষ। শুধু দর্শক নয়, বহু নিত্যযাত্রীও এদিন গন্তব্যে যাওয়ার জন্য বেছে নিলেন প্রথম দিনের এই বাতানুকূল যাত্রা।

    ট্রেনটি সকালে রানাঘাট থেকে ছেড়ে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়। সময়মতোই ট্রেনটি বারাসাত জংশনে পৌঁছলে যাত্রীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। প্রায় ৬০ টাকা মূল্যের টিকিট কেটে বহু যাত্রী এদিন শিয়ালদহ পর্যন্ত যাত্রা করেন। নতুন পরিষেবা সম্পর্কে একাধিক যাত্রী জানিয়েছেন, ভাড়া তুলনামূলক বেশি হলেও আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে এটি ক্যাব বা গাড়ি ভাড়ার চেয়ে অনেক সাশ্রয়ী। মাত্র ৬০ টাকায় ঠাসাঠাসি ভিড় এড়িয়ে শিয়ালদহ পৌঁছানো এখন আরও সহজ হবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।

    প্রথম দিনেই ট্রেনে যাত্রীদের ভালো ভিড় লক্ষ্য করা গিয়েছে। অনেকের মতে, বনগাঁ লাইনের যাত্রীচাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে এই নতুন এসি লোকাল। ফলে নিত্যদিনের যাত্রা হবে আরও আরামদায়ক। এমনই আশা করছেন নিত্যযাত্রীরা। 
  • Link to this news (বর্তমান)