কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের
দৈনিক স্টেটসম্যান | ০৫ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে কামারপাড়া এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি কাঁচা মাটির বাড়ির দেওয়াল। দেওয়ালের চাপায় মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর দুই নাবালিকা মেয়ের। মৃতদের নাম বৃহস্পতি কর্মকার (৪৩), শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ওই মাটির বাড়িতে ঘুমিয়ে ছিলেন মা ও দুই কন্যা। হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ভেঙে পড়া দেওয়ালের নিচ থেকে তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
কর্মকার পরিবার ‘বাংলা আবাস যোজনা’ প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়েছিল এবং দ্বিতীয় দফার অর্থও মঞ্জুর হয়েছিল। তবে নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। লাগাতার বৃষ্টিতে দুর্বল হয়ে পড়ে ছিল মাটির বাড়ির ভিত ও দেওয়াল। সেখানেই বাস করছিলেন বৃহস্পতি ও তাঁর দুই মেয়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে জরিপ শুরু করা হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এর আগে গত ১৩ আগস্ট জলপাইগুড়ির রাজগঞ্জেও ঘটে গিয়েছিল এমনই মর্মান্তিক দুর্ঘটনা। দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছিল ২ নাবালক ভাইয়ের। উত্তরের জলপাইগুড়ির পর এবার দক্ষিণের মন্দিরবাজারেও একই ঘটনা ঘটেছে।