• মুম্বইজুড়ে ছড়িয়ে ১৪ পাক মানববোমা, মৃত্যু হবে ১ কোটির! উৎসবের আবহে হুমকি পুলিশের কাছে
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুম্বইয়ে জঙ্গি হামলার ছক! শুক্রবার সকালে মুম্বই পুলিশের কাছে বার্তা আসে, শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে। গোটা মুম্বইকে কাঁপিয়ে বিস্ফোরণ ঘটাবে অন্তত ৪০০ কেজি আরডিএক্স। এই খবর পাওয়ার পরেই গোটা মুম্বইজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বোমার খোঁজে চলছে তল্লাশি। মুম্বইজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। 

    শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো হয়, গোটা মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে ওই বোমায়। একসঙ্গে সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফ থেকে এই হুমকি দেওয়া হয়েছে।

    আগামী কাল অনন্ত চতুর্দশী। মুম্বইয়ে ধুমধাম করে এই দিনটি পালিত হয়। উৎসবের ঠিক আগেই এমন হুমকি ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। নানা এলাকায় চলছে তল্লাশি। নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকিতে দাবি করা হয়েছিল, ১৪জন পাকিস্তানি জঙ্গি মুম্বইয়ে ঢুকে লুকিয়ে রয়েছে। সেই দাবি ঘিরেও চলছে চিরুনিতল্লাশি।

    প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই মুম্বইয়ের বিলাসবহুল তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিশ সূত্রে জানা যায়, হুমকি ইমেলে বিমানবন্দর ও তাজ হোটেলকে আইইডি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলেও ইমেলে উল্লেখ করা হয়। তারপরই পুলিশের তরফ থেকে বাড়তি সর্তকতা নেওয়া হয়। তবে সেসময়ে তল্লাশি চালানোর পরেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)