• বিজেপির ৪০% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা! অন্য দলগুলির কী দশা?
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৪৭ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে! এমনটাই জানাচ্ছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) এর রিপোর্ট। তা-ও যে-সে অপরাধ নয়, অনেকের বিরুদ্ধেই খুন, অপহরণ, যৌন অত্যাচারের মতো মারাত্মক সব মামলা রয়েছে।

    দুর্নীতি দমনের উদ্দেশ্যে সম্প্রতি তিনটি বিল পেশ করেছে কেন্দ্র। কোনও অভিযোগে যদি ৩০ দিনের বেশি কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা জেলবন্দি থাকেন তাহলে পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে, এই মর্মেই পেশ হয়েছে তিনটি বিল। এই বিলগুলি পেশ হওয়ার পরপরই এমন মারাত্মক তথ্য প্রকাশ্যে এল। দেশের ৪৭ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গিয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানে।

    এডিআরের রিপোর্টে দেখা যাচ্ছে ২৭টি রাজ্য, তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩০২ জন মন্ত্রীর ৪৭ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। ৩৩৬ জন বিজেপি মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। কংগ্রেস চারটি রাজ্যে ক্ষমতায়। তাদের ৪৫ জন মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। আবার ডিএমকের ৩১ মন্ত্রীর মধ্যে মামলা রয়েছে ২৭ জনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের ৪০ মন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে রয়েছে মামলা।

    তেলুগু দেশম পার্টির ৯৬ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। ২৩ মন্ত্রীর মধ্যে ২২ জনের বিরুদ্ধেই মামলা। আম আদমি পার্টিও বাদ নেই। আপ-এর ১৬ মন্ত্রীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে মামলা ঝুলে আছে। শতাংশের নিরিখে বিচার করতে গেলে, বিজেপির ৪০ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গেরুয়া শিবিরের ২৬ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রীদেরও ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তবে হরিয়ানা, জম্মু-কাশ্মীর, নাগাল্যান্ড এবং উত্তরাখণ্ডের কোনও মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই।
  • Link to this news (প্রতিদিন)