হেমন্ত মৈথিল, গোরক্ষপুর: শুক্রবার সকালে গোরখনাথ মন্দির প্রাঙ্গণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টানা দ্বিতীয় দিনের জন্য ‘জনতা দর্শন’ করলেন। তিনি ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে এদিন কথা বলেন। তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন, “আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রতিটি সমস্যার কার্যকর সমাধান করা হবে। আমাদের সরকার নাগরিকদের সমস্যা সমাধানে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন, মানুষের অভিযোগের প্রতি যথাযথ মনোযোগ দিতে তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছতার সঙ্গে সমাধান করতে হবে।
গোরখনাথ মন্দির প্রাঙ্গণে মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনের বাইরে আয়োজিত এই জনতা দর্শনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায় ২০০ জনের বেশি মানুষের অভিযোগ মন দিয়ে শোনেন। এদের মধ্যে প্রচুর সংখ্যক মহিলাও উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী নিজে প্রতিটি অভিযোগ ধৈর্য ধরে শোনেন। তিনি মানুষের থেকে আবেদনপত্রগুলি সংগ্রহ করে আধিকারিকদের কাছে দেন এবং দ্রুত তার সন্তোষজনক সমাধানের জন্য স্পষ্ট নির্দেশ দেন।
জমি দখলের অভিযোগের উপর তিনি কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, যদি কোনও ব্যক্তি কোনও নির্দিষ্ট মামলায় দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হন, তবে সেই বিষয়টি ভালোভাবে তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
জনতা দর্শনের সময় অনেক মানুষ গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, চিকিৎসার ব্যয়ের আনুমানিক হিসেব সরকারের কাছে জমা দিতে হবে। চিকিৎসার খরচ মেটানোর জন্য মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে পর্যাপ্ত অর্থ দেওয়া হবে। তিনি আরও জোর দিয়ে বলেন যে, প্রতিটি যোগ্য ব্যক্তিকে অবশ্যই আয়ুষ্মান কার্ড দেওয়া উচিত, যাতে তাদের স্বাস্থ্য পরিষেবা পেতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।