দেবব্রত মণ্ডল, বারুইপুর: পেটের টানে সুন্দরবনের নদীতে মাছ-কাঁকড়া ধরতে যাওয়াই কাল। কুমিরের কবলে আরও এক মৎস্যজীবী। বৃহস্পতিবার বিকেল থেকে বেপাত্তা তিনি। তাঁর খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে ডুবুরি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর কোনও হদিশ মেলেনি।
জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম সুনীল মণ্ডল। বয়স ৫০ বছর। মাছ-কাঁকড়া ধরেই চলে সংসার। বৃহষ্পতিবার দুপুরে সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিড়িপুর পঞ্চায়েতের ট্রিবলিঘেরি সংলগ্ন দত্ত নদীতে যান তিনি। দুপুর দুটো নাগাদ আচমকা পিছন থেকে একটি কুমির সুনিলের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে টানতে টানতে নদীর মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাঝি সাধন মণ্ডলের নজরে পড়ে বিষয়টা। সঙ্গে সঙ্গে নৌকো নিয়ে মাঝ নদীতে চলে যান। মৎস্যজীবীকে কুমিরের কবল থেকে উদ্ধার করার জন্য। বিস্তর চেষ্টা করেন। কিন্তু তা বিফলে যায়।
কুমির শিকারকে টানতে টানতে নদীর গভীর জলে নিয়ে যায়। মাঝি এরপর এলাকায় বিষয়টা জানায়। খবর পেয়ে বনদপ্তর, পুলিশ ও গ্রামবাসীরা নদীতে তল্লাশি অভিযান চালায়। তবে এখনও শেষ পাওয়া খবর অনুযায়ী মৎস্যজীবীর হদিশ মেলেনি। অন্যদিকে এমন ঘটনার খবরে মণ্ডল পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। নিখোঁজ সুনিলের স্ত্রী অঞ্জলি মণ্ডল বলেন, “অন্যান্যদিনের মতো এদিন সকালে দত্ত নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিলেন স্বামী। এমনভাবে দুর্ঘটনায় পড়বে ভাবতে পারছি। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।”