গোবিন্দ রায়, বসিরহাট: খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী ব্যক্তি। ধৃতের নাম ইসমাইল গাজি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা ও ইসমাইল গাজির। সেই সূত্রে দুজনের পরিচয়ও ছিল। অভিযোগ, বৃহস্পতিবার বাড়ির পাশেই একা ছিল ওই চতুর্থ শ্রেণির পড়ুয়া। খাবার দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে ডেকেছিল ইসমাইল। ওই কিশোরীকে নিয়ে রাস্তার পাশেই একটি জঙ্গলে নিয়ে গিয়েছিল ওই প্রতিবেশী। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ছাত্রীর আর্ত চিৎকারে ওই জঙ্গলে ছুটে যান তার বাবা-মা ও স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফে মিনাখাঁ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় শুরু হয় খানাতল্লাশি। রাতেই গ্রেপ্তার করা করা হয় অভিযুক্ত ইসমাইল গাজিকে। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে। আজ, শুক্রবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে খবর। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করে আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে বলে খবর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।