• লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আগ্নেয়াস্ত্র পাচার! এসটিএফের জালে কলকাতার ৩ অস্ত্র ব্যবসায়ী
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: রহড়ার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনায় বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার কলকাতার শতাব্দী প্রাচীন দোকানের তিন মালিক। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফের একটি দল। সঙ্গে দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। দোনলা ও একনলা বন্দুক মিলিয়ে মোট একচল্লিশটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। দোকানটি সিল করে দেওয়া হয়েছে।

    কলকাতা বিবাদি বাগ এলাকায় শতাব্দী প্রাচীন বন্দুক দোকানের তিন মালিক সুবীর দাঁ, অভির দাঁ ও সুব্রত দাঁকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তাঁদেরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছিল এই দোকানের। কেন বারবার অস্ত্র উদ্ধারের ঘটনায় এই লাইসেন্স প্রাপ্ত দোকানের নাম উঠে আসছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    উল্লেখ্য, আগস্ট মাসে খড়দহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার পাঁচতলা আবাসনের নিচতলার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কাতুর্জ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নামে রহড়া থানার পুলিশ। পরে সেই তদন্তের ভার নেয় বেঙ্গল এসটিএফ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই বিপুল অস্ত্রের কিছু কার্তুজ বিবাদি বাগ এলাকার নামী এই দোকানের। কী করে এই কাণ্ড ঘটল তার শিকড়ে পৌঁছতেই তিন মালিককে গ্রেপ্তার করা হল।

    শুধু রহড়ার অস্ত্র উদ্ধার নয়, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকেও ১৯৯ রাউন্ড দু’রকমের বুলেট ও একটি দোনলা বন্দুক উদ্ধার হয়। সেই কাণ্ডে এই দোকানের কর্মচারিদের নাম জড়ায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। দোকানটি বন্ধ করে দেওয়া হয়। তারপর খুললেও ফের বেআইনিভাবে অস্ত্র পাচারে নাম জড়াল এই দোকানের। ফের তালাবন্ধ শতাব্দী প্রাচীন ওই দোকান।
  • Link to this news (প্রতিদিন)