• ভোর থেকেই টিকিট কাউন্টারে লম্বা লাইন, অবশেষে বনগাঁ থেকে ছুটল এসি লোকাল ...
    আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোর হতে না হতেই কাউন্টারে লাইন। বনগাঁ লোকালে উঠতে হবে যে!‌ কিন্তু কেন?‌ এই ট্রেনে তো প্রতিদিনই বাদুরঝোলা ভিড় হয়। ব্যস্ত সময়ে স্টেশনে বনগাঁ লোকাল ঢুকলেই দেখা যায়, কীভাবে গেটের কাছে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিত্যযাত্রীরা। সেই বনগাঁ লোকাল এবার এসি। যাত্রীদের কাছে যেন হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা। শুক্রবার সকালে প্রথমবার ওই রুটে ছুটল এসি লোকাল।

    শুক্রবার সকালে রানাঘাট থেকে বনগাঁয় পৌঁছয় এসি লোকাল ট্রেনটি। বনগাঁ থেকে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশে। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায়ও ছুটল এসি লোকাল ট্রেন। 

    সম্প্রতি শিয়ালদহ–রানাঘাট শাখায় চালু হয়েছিল এসি লোকাল। তখনই জানা গিয়েছিল আরও ২ টি শাখায় চালু হবে এই বিশেষ ট্রেন। সেই মতো আজ ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় চালু হল এসি লোকাল। শুক্রবার সকাল সাতটা বেজে ১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে বনগাঁ শাখার ট্রেনটি। ৭টা বেজে ৪৪ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছয়। টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। প্রত্যেকের মুখেই হাসি। ঘড়ির কাঁটায় ৭ টা বেজে ৫৫ মিনিটে বনগাঁ থেকে রওনা হয় শিয়ালদহের উদ্দেশে। মাঝে দীর্ঘ প্রায় ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে বনগাঁ থেকে শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি। মাঝে ঠাকুরনগর, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধান নগর রোড স্টেশনে ট্রেনটি থামবে। ৯ টা বেজে ৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছয় শিয়ালদহে।রেল সূত্রে খবর, বিকেলে ফের ৬ টা বেজে ১৪ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে। রাত আটটা বেজে ৫ মিনিটে বনগাঁয় পৌঁছাবে। ৮ বেজে ৪১ মিনিটে অন্তিম স্টেশন রানাঘাটে গিয়ে থামবে এই ট্রেন। 

    শুক্রবার ভোর থেকেই বনগাঁ স্টেশনে এসি লোকালে ওঠার জন্য টিকিট কাউন্টারে ছিল লম্বা লাইন। রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদহ থেকে এসি লোকালটি ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে। অন্যদিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদহে। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে এসি লোকালটি ছাড়বে। এরপর সকাল ৭টা ৫২ তে সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে। আর তারপর ৯টা ৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছবে শিয়ালদহ স্টেশনে। আবার সন্ধে ৬টা ১৪ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে এসি লোকাল রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ এবং তারপর ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে। বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদহ থেকে বনগাঁর ভাড়া ১২০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে ১৫০ টাকা। শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত যেতে ১২০ টাকা আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা। 

     
  • Link to this news (আজকাল)