হাতে আর বেশি সময় নেই, কিছুক্ষণেই এই তিন জেলায় শুরু হবে তুমুল দুর্যোগ! রইল হাওয়া অফিসের লেটেস্ট আপডেট...
আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায়, এই সেপ্টেম্বরে বৃষ্টি বেশির সম্ভাবনা। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার শিক্ষক দিবসের দিনে সকালের দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে? কী জানাচ্ছে মৌসম ভবন?
হাওয়া অফিসের লেটেস্ট আপডেট, কিছুক্ষণেই তিন জেলায় ঝড়-জলের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর শুক্রবার দুপুরে তাদের আবহাওয়া আপডেটে জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুতের সঙ্গেই ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা। আগামী কয়েকঘণ্টায় দক্ষিণবঙ্গের বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫%। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। শুক্রবার আবহাওয়ার তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। যদিও রেহাই মিলবে মনে করার কোনও কারণ নেই। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে।
শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই চলছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির, চুরু, গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওডিশার কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এগিয়েছে। যার জেরে মৎস্যজীবীদের ২ থেকে ৪ সেপ্টেম্বর অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু তার মধ্যেও বাঙালির মনে ভয় বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে না তো দুর্গাপুজো? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।