অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেত্রীকে...
আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্র পাল শুক্রবার ভোর রাতে ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে শারীরিক পরিস্থিতি খানিকটা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে আরও খবর, শারীরিক পরিস্থিতির উপর নজর রেখে আগামী সোমবার হয়তো তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে কেন এমন ঘটনা ঘটলো সেটা স্পষ্ট করে ডাক্তাররা কিছু না বললেও মানসিক প্রচন্ড চাপ ও উত্তেজনার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
জানা গিয়েছে, গতকাল রাতে অগ্নিমিত্রা পালকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে তাঁর মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়। তবে চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে তিনদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। একজন নিউরোমেডিসিন চিকিৎসকের অধীনে হাসপাতালে ভর্তি আছেন তিনি। ব্রেন স্ট্রোক হলেও বিপদমুক্ত অগ্নিমিত্রা, জানিয়েছেন চিকিৎসকেরা।
গত মাসেও আসানসোল দক্ষিণের বিধায়ককে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গত ২১ আগস্ট আসানসোলে একটি দলীয় কর্মসূচিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। বিজেপি সূত্রে খবর, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপি নেত্রীর বেশ কয়েকটি কর্মসূচি ছিল। তবে হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় ওই দিন মধ্যরাতে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয় এবং ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিতে অগ্নিমিত্রা উপস্থিত থাকতে পারবেন না কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
উল্লেখ্য, অগ্নিমিত্রার আগে সম্প্রতি আরও একজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই বছরের শুরুতে, বিজেপির তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। তাঁকে কলকাতার আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। পরে, তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।