রং হুবহু লেখার ধরন একই, চিনতে না পেরে ঠকছেন যাত্রীরা! বেসরকারি বাসের বিরুদ্ধে পরিবহণ দপ্তরে নালিশ এনবিএসটিসি চেয়ারম্যানের
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: একইরকম রং। কোনও বাসের গায়ে লেখা ‘এনবিএস’, কোনওটিতে আবার লেখা ‘এনবিএসটি’। অভিযোগ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে (এনবিএসটিসি) নকল করে বহু প্রাইভেট বাস চলছে বিভিন্ন রুটে। দূর থেকে ওইসব বাস দেখে যাত্রীরা ভাবছেন, এনবিএসটিসি’র বাস। কিন্তু বাসে ওঠার পর ভুল বুঝতে পারছেন তাঁরা। দেখছেন, প্রাইভেট বাসে উঠে পড়েছেন। এনিয়ে যাত্রীদের কাছ থেকে লাগাতার অভিযোগ পেয়ে এবার রাজ্যের পরিবহণ দপ্তরকে নালিশ জানালেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শুধু তাই নয়, এনবিএসটিসি’কে নকল করে যেসব প্রাইভেট বাস রাস্তায় চলছে, তাদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিগমের তরফে প্রশাসনকে চিঠি লেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।এনিয়ে জলপাইগুড়ির আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোনম লেপচা বলেন, ‘উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে নকল করে যদি কোনও বেসরকারি বাস রাস্তায় চলে, আমরা আইন অনুযায়ী পদক্ষেপ করব।’ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ‘এনবিএসটিসি’র বাসের রং ও লেখা হুবহু নকল করে বিভিন্ন রুটে বেসরকারি বাস চলছে বলে আমরা যাত্রীদের কাছ থেকে বারবার অভিযোগ পাচ্ছি। সেইমতো ময়নাগুড়ির উপর দিয়ে যাতায়াত করা বেশ কয়েকটি বেসরকারি বাসকে আমরা ইতিমধ্যেই সতর্ক করেছি।’ জলপাইগুড়ি-ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক রঞ্জন পাল অবশ্য জানিয়ে দিয়েছেন, ‘বাসের রং এনবিএসটিসি’র পেটেন্ট নেওয়া নয়। ফলে প্রাইভেট বাসমালিকরা তাঁদের খুশিমতো গাড়িতে রং করবেন। আর কোনও বাসের গায়ে তো এনবিএসটিসি লেখা থাকছে না। তাঁর হুঁশিয়ারি, এনিয়ে প্রশাসন যদি প্রাইভেট বাসকে হেনস্তা করে, প্রতিবাদে রাস্তায় নামা হবে।’ একই বক্তব্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তৃণমূল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রাজেশ সাহার।তিনি বলেন, ‘প্রাইভেট বাসের রং এনবিএসটিসি’র গাড়ির মতো হতেই পারে। বেসরকারি বাসের মালিকরা তাঁদের গাড়িতে কী রং করাবেন, সেটা তাঁদের উপর নির্ভর করবে। কোনও প্রাইভেট বাসে তো এনবিএসটিসি’র লোগো ব্যবহার করা হচ্ছে না।’ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের অভিযোগ, যেসমস্ত রুট আমাদের লাভজনক, সেগুলিতেই আমাদের বাসের মতো রং করে বেশকিছু প্রাইভেট বাস চালানো হচ্ছে। ‘এনবিএসটিসি’ পুরোটা না লিখলেও ওইসব প্রাইভেট বাসের কোনওটিতে লেখা হচ্ছে ‘এনবিএস’, কোনওটিতে আবার লেখা থাকছে ‘এনবিএসটি’। যাত্রীরা দূর থেকে দেখে ভাবছেন, এনবিএসটিসি’র বাস। কিন্তু বাসে উঠে তাঁরা ভুল বুঝতে পারছেন। বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের পরিবহণ মন্ত্রীকে জানানো হয়েছে। আমরা বিভিন্ন জেলায় আঞ্চলিক পরিবহণ আধিকারিকদের চিঠি দিয়েও এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলছি। তিনি বলেন, ‘বাসের গায়ে রঙের ক্ষেত্রে আমাদের পেটেন্ট নেওয়া নেই ঠিকই। সেকারণে আমরা প্রতিটি ডিপোকে নির্দেশ দিয়েছি, আমাদের বাসের গায়ে যে লোগো থাকে, তা যাতে দূর থেকে বোঝা যায়, তার ব্যবস্থা করতে হবে।’