• পুলিসের গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, মৃত্যু কনস্টেবলের
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিসের গাড়িতে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের বাগনান থানার ঈশ্বরীপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম রামপদ মণ্ডল (৫৬)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। দুর্ঘটনায় পুলিসের গাড়িতে থাকা দুই পুলিস কর্মীও আহত হয়েছেন। তাঁদের বাগনান গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত পুলিস কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সাড়ে ৩টে নাগাদ ঈশ্বরীপুর এলাকায় জাতীয় সড়কের পাশে পুলিসের গাড়িটি দাঁড়িয়ে ছিল। গাড়ির ভিতরে থাকা পুলিসকর্মীরা জল খাচ্ছিলেন। এই সময়ই আচমকা দ্রুতগতিতে আসা ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিসের গাড়ির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা পুলিস কর্মীরা আহত হয়। তাদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রামপদ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ম্যাটাডোরটি আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)