• ফের অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
    দৈনিক স্টেটসম্যান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • ফের অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আনন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রার শারীরিক পরিস্থিতি খানিকটা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতের দিকে অসুস্থ বোধ করেন অগ্নিমিত্রা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষায় মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে তাঁর।

    হাসপাতাল সূত্রের খবর, অগ্নিমিত্রা পালের সিটি স্ক্যানে দেখা গিয়েছে তাঁর সামান্য ইস্কিমিয়া রয়েছে। তাঁর মাইল্ড ইস্কিমিক ব্রেন স্ট্রোক হয়েছে। অর্থাৎ, মস্তিষ্কের রক্তবাহিকায় ক্লট ধরা পড়েছে। নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অগ্নিমিত্রা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখবেন।

    চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর উপর অত্যাধিক চাপের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে ঝুঁকির কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সপ্তাহখানেক আগে এই হাসপাতালেই বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। ফুসফুসে সংক্রমণ কিছুটা কমায় তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু ফের বৃহস্পতিবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)