গোবিন্দ রায়: আইসিডিএস-এ সুপারভাইজার পদে নিয়োগ জট কাটতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ১৭২৯ জনকে সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ছিল রাজ্য সরকার। কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। ফলে হাই কোর্টের নির্দেশ মতো আবেদনকারী মমতা পারিহার সহ ৪১৫ জন বঞ্চিত অঙ্গনওয়াড়ির কর্মীর নিয়োগে আর কোনও বাধা রইল না।
তাঁদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, ২৬ বছর পর আইসিডিএস-এ সুপারভাইজার নিয়োগের জট কাটে কলকাতা হাই কোর্টে। শুধু আদালতের জটে আটকে থাকা মামলাকারি সহ, ১৭২৯ জনকে সুপারভাইজার পদে নিয়োগ করতে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। সেই রায়ই বহাল থাকল সুপ্রিম কোর্টের নির্দেশে। অভিযোগ ছিল, গাইডলাইন না মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছে। গত প্রায় ২৬ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বলেও অভিযোগ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালে নির্দেশিকা জারি করেছিল।
সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৫০ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু এই নির্দেশ না মেনেই বাইরে থেকেই ৭৫ শতাংশ শূন্য পদে নিয়োগ হচ্ছিল। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখেন। প্রসঙ্গত, হাই কোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রায়ে জানান, গাইডলাইন মেনে ৫০ শতাংশ পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। পরে ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রাখে। আইনজীবী আশীষ বাবু জানান, আইসিডিস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে।