• অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে কোভিডে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচবছর আগে দেশে করোনার ঢেউ। অনেকেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। সেই আবহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে, মহামারিকে হাতিয়ার করে যুবক। বাড়িতে জানান, কোভিড তাঁর স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আদালতে প্রমাণ হয় স্ত্রীকে খুন করেছেন তিনি। স্বামীকে ১০ বছরের শাস্তি দিয়েছে আদালত। তবে প্রমাণের অভাবে মৃতার শাশুড়ি ও দেওর বেকসুর খালাস পেয়েছেন।

    ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। ২০২০ সালের ৫ জুন স্ত্রী তবস্সুমকে খুন করে স্বামী মহম্মদ। কোভিডে মৃত্যু হয়েছে বলে দেহ কাউকে ছুঁতে দেয়নি সে। কবর দেওয়া হয় দেহ। তবস্সুমের বাপের বাড়ি থেকে তাঁর কাকা দেহ দেখতে আসেন। ভাইঝির দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখেন তিনি। করোনায় ভাইঝির মৃত্যু হয়েছে তা মানতে চাননি তিনি। অভিযোগ জানান থানায়।

    তিনদিন পর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত হয়। উঠে আসে করোনায় মৃত্যু হয়নি তাঁর। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। মৃতার পরিবার অভিযোগ করে পণের জন্য তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। তাছাড়া বিয়ের পর থেকে একাধিকবার তবস্সুমের উপর অত্যাচার করা হয়েছে। তদন্তের পর আদালতে চার্জশিট দেয় পুলিশ। সমস্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে আদালত স্বামীকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
  • Link to this news (প্রতিদিন)