• শিক্ষক-শ্রদ্ধায় ফিরছে পোস্টকার্ডের স্মৃতি
    আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • চিঠি লেখার দিন গিয়েছে। তবে শিক্ষক দিবস উপলক্ষে ফিরছে পোস্টকার্ড। উদ্যোগ দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের পড়ুয়াদের। শিক্ষকদের শ্রদ্ধা জানাতে হাতে লেখা পোস্টকার্ড দেবে তারা।

    শিক্ষক দিবসে ছুটি। তাই এক দিন আগে, বৃহস্পতিবার দিনটি পালন করা হবে ওই স্কুলে। স্কুল সূত্রে খবর, উপহার হিসেবে পোস্টকার্ড ফিরিয়ে আনার ভাবনা ওই স্কুল নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের। সঙ্গে রয়েছেন প্রধান শিক্ষক। উপহার হিসেবে থাকছে নকশা করা মাটির ফুলদানি। তাতে অলঙ্করণও করছে পড়ুয়ারা। সেখানে থাকছে তাদের নিজস্ব চিন্তার ছোঁয়া। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, স্কুল পরিচালন সমিতির সদস্য মিলিয়ে মোট ৫২ জনের হাতে এমন উপহার তুলে দেবে পড়ুয়ারা। পোস্টকার্ডের ঠিকানার জায়গায় লেখা থাকবে নাম। তারপরে লেখা ‘হে পূজ্যপ্রাণ প্রিয়তম শিক্ষক, লহ মোদের নম্রনত প্রণতি’। নীচে লেখা ছাত্র-ছাত্রীবৃন্দ। শিক্ষক দিবসের এই অনুষ্ঠানের আয়োজক পড়ুয়ারা হলেও পাশে রয়েছে স্কুল কর্তৃপক্ষও। স্কুলের পক্ষ থেকে আশি বছরের বেশি বয়স এমন দশ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন পড়ুয়াদের দাদু ও ঠাকুমা। তাঁরা এসে পড়ুয়াদের আশীর্বাদ করবেন। অনুষ্ঠানের এই পর্বের নাম দেওয়া হয়েছে ‘প্রাজ্ঞ-পরশ’।

    এই স্কুল আগেও পোস্টকার্ডে চিঠি লেখার প্রতিযোগিতা করেছিল। পড়ুয়াদের পোস্টকার্ড সম্পর্কে ধারণা দেওয়া ও আগে কেমন চিঠি লেখা হত তা জানাতেই এমন আয়োজন হয়েছিল। কয়েক বছর পরে ফের ফিরল সেই ভাবনা। এ বার পড়ুয়াদের হাত ধরে। ওই স্কুলের পড়ুয়া সমৃদ্ধা আদক, অনুষ্কা দে, মউঋণ ঘোড়াই, অহেন্দ্রিতা দে, পিঙ্কি বেরাদের কথায়, ‘‘পোস্টকার্ড সম্বন্ধে খুব বেশি ধারণা নেই। আগে ডাক পিয়ন হাতে লেখা চিঠি বিলি করতেন। যোগাযোগের এটাই মাধ্যম ছিল। এটা তো হারাতে বসেছে। তাই সেই পোস্টকার্ডেই সম্মান জানাতে চাই শিক্ষকদের।’’ ওই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাসের কথায়, ‘‘হাতে লেখা পোস্টকার্ড হারিয়ে গিয়েছে। তাই পড়ুয়াদের এমন আয়োজনে সায় দিয়েছি। এর মধ্যে অন্যরকম অনুভূতি থাকবে। সঙ্গে পড়ুয়াদের হাতের ছোঁয়া থাকল। তারা পোস্টকার্ডটাও চিনল।’’
  • Link to this news (আনন্দবাজার)