ডাইনি অপবাদে আদিবাসী বৃদ্ধাকে কুপিয়ে খুন পূর্ব বর্ধমানে! গ্রেফতার চার
আনন্দবাজার | ০৫ সেপ্টেম্বর ২০২৫
ডাইনি অপবাদে আদিবাসী বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। এই ঘটনায় গ্রেফতার চার পড়শি।
বয়সের ভারে হাঁটা চলার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা। ৭৫ বছর বয়সি সেই বৃদ্ধা লক্ষ্মী হেমব্রমকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরীপুর গ্রামে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুজন হাঁসদা, বিনয় হাঁসদা, সেবা হাঁসদা ও সন্দীপ মুর্মু। চার যুবকই বৃদ্ধার প্রতিবেশী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ খাবার সময়েই ওই বৃদ্ধাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। সেইমতো চার জন বৃদ্ধাকে ঘর থেকে বার করে টেনেহিঁচড়ে প্রায় ২০০ মিটার দূরে থাকা পরিত্যক্ত পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বৃদ্ধাকে খুন করে অস্ত্রটি পুকুরে ফেলে দেওয়া হয়। শুক্রবার ওই পুকুরপাড়ের ঝোপ থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কুসংস্কারের বশবর্তী হয়ে এলাকারই চার যুবক বৃদ্ধাকে খুন করেছে। দুপুরে পুলিশ কুকুর এনে এলাকায় তল্লাশি চালাতেই ঝোপের মধ্য থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহ বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়। ঘটনার খবর পাওয়ার চার ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করে চার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’’
আদিবাসী কল্যাণ সমিতির জেলার প্রাক্তন সভাপতি ও শিক্ষক মহাদেব টুডু বলেন, “এখনও কেউ কেউ অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে রয়েছেন। এটা দুর্ভাগ্যজনক ও লজ্জার। এটা কাটানোর জন্য নানা ভাবে প্রচার চলছে। গৌরীপুর এলাকাতেও প্রচার চালানো হবে।”