• ভারত ভাঙার ডাক, অস্ট্রিয়ার অর্থনীতিবিদের অ্যাকাউন্ট ব্লক
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ‘ভারত ভাঙার’ ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্টার ফেলিঙ্গার। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতে ওই অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্রীয় সরকার। নিজের এক্স অ্যাকাউন্টে খলিস্তানপন্থীদের মানচিত্র দিয়ে একটি পোস্ট করেন ফেলিঙ্গার। 

    সেখানে লেখেন, ‘আমি ভারতকে টুকরো টুকরো করার আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমারা মুক্ত খালিস্তানের পক্ষে থাকা বন্ধুকে চাই।’ ভিয়েনায় অস্ট্রিয়ার সরকারের কাছে বিষয়টি তোলা হবে কি না, জানতে চাওয়া হলে নামপ্রকাশে অনিচ্ছুক বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানান, এঁকে (ফেলিঙ্গার) এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি উন্মাদ। তাছাড়া ওঁর সরকারি কোনও পদও নেই।

    ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়ার থেকে তেল কেনার জেরে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকার ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ওয়াশিংটন-দিল্লির সম্পর্কে বড়সড় ফাটল তৈরি হয়েছে। উল্টোদিকে সাম্প্রতিক এসসিও বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে মোদির হাসিমুখ ছবি বিশ্বমঞ্চের নজর কেড়েছে। এই প্রেক্ষিতেই আমেরিকার ‘ইউরোপীয় বন্ধু’ অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এহেন ভারত-বিরোধী পোস্ট করাটাই স্বাভাবিক।
  • Link to this news (বর্তমান)