মুম্বই: অবৈধভাবে মাটি খনন বন্ধ করতে গিয়েছিলেন মহকুমা পুলিস আধিকারিক অঞ্জনা কৃষ্ণা। আর তাতেই স্বয়ং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হল। রীতিমতো ধমক দিয়ে ওই আইপিএস অফিসারকে ‘অ্যাকশন’ নিতে নিষেধ করেন অজিত পাওয়ার। বলেন, ‘দ্রুত ওখান থেকে সরে আসুন। নাহলে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।’ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর তারপর থেকেই সরগরম মারাঠা রাজনীতি। অবৈধ খননের সমর্থনে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে সরব হয়েছে বিরোধীরা। শুক্রবার পাওয়ারকে কটাক্ষ করে উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘উনি চোরেদের সুরক্ষা দিচ্ছেন। সরকারে থাকার কোনও অধিকার নেই অজিত পাওয়ারের।’ যদিও অজিতের বক্তব্য, প্রশাসনের কাজে বাধা দিতে চাইনি। ওখানকার বিশৃঙ্খল পরিস্থিতির সামাল দিতেই ফোন করেছিলাম।
৩১ আগস্টের ঘটনা। সোলাপুরের কুর্দু গ্রামে রাস্তা নির্মাণের জন্য অবৈধভাবে মাটি খননের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আইপিএস অফিসার অঞ্জনা। খনন কাজ রুখতে গিয়েই ঝামেলার সূত্রপাত। সূত্রের খবর, স্থানীয় এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে বিতর্কে জড়ায় পুলিস। এরপরই আচমকা ফোন আসে অজিত পাওয়ারের। দ্রুত ওই পুলিস আধিকারিককে কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। শুরুতে সেই কথোপকথনে বিশ্বাস করতে চাননি অঞ্জনা। এরপর ভিডিও কল করে তাঁকে হুমকি দিতে থাকেন অজিত পাওয়ার। তিনি বলেন, ‘এত স্পর্ধা আপনার। তাড়াতাড়ি ওখান থেকে চলে যান। আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।’ তা নিয়েই এদিন কটাক্ষ করেন সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘উপমুখ্যমন্ত্রী একজন আইপিএস আধিকারিককে বেআইনি কার্যকলাপ সমর্থন করতে বলছেন। নিজের দলের চোরেদের সুরক্ষা দেওয়ার কথা বলছেন। প্রায়শই অন্যদের আইন মেনে চলার জ্ঞান দিয়ে থাকেন তিনি। এবার সেই আইন-শৃঙ্খলা কোথায় গেল? এমন দুর্নীতিগ্রস্ত লোকের সরকারের থাকার কোনও অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন পাওয়ার ঘনিষ্ঠরা। অজিতপন্থী এনসিপি নেতা সুনীল টটকারের কথায়, উপমুখ্যমন্ত্রীর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। উনি ‘নরমাল টোনেই’ কথা বলেছেন। কোনওরকম হুমকি দেননি।