• অপরাধ মুক্ত দেশ! বিজেপির ৩৩৬ মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপরাধমুক্ত দেশ চান নরেন্দ্র মোদি! প্রধানমন্ত্রীই হোন বা মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্যের কোনও মন্ত্রীকেই রেহাই না দেওয়ার জন্য বুক ঠুকে বিল এনেছেন তিনি! মাধ্যম বানিয়েছেন আসন্ন ভোটের প্রচারের। বিল বলছে, ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে ৩০ দিন জেলে কাটালেই অপসারিত হতে হবে সেই মন্ত্রীকে। সেই বিল আপাতত যৌথ সংসদীয় কমিটির কোর্টে। কিন্তু এই নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এসেছে কেন্দ্র ও রাজ্যগুলির মন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলার খতিয়ান। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রকাশিত সেই রিপোর্টে দেখা যাচ্ছে, শুধু বিজেপিরই ৪০ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাস কেস রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি, গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান, পেট্রলিয়ামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং—কে নেই সেই তালিকায়! কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মিলিয়ে বিজেপির মোট মন্ত্রীর সংখ্যা ৩৩৬। এর মধ্যে ১৩৬ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন। এর মধ্যে ৮৮ জন মন্ত্রীর (২৬ শতাংশ) বিরুদ্ধে অভিযোগ রীতিমতো গুরুতর... খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের প্রতি অপরাধ প্রভৃতি। 

    ভোটে প্রার্থী হওয়ার সময় আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি ইত্যাদির পাশাপাশি ফৌজদারি মামলার তথ্যও হলফনামা আকারে জমা দেওয়া বাধ্যতামূলক। সেই হলফনামা পর্যালোচনা করে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি অপরাধ সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। তার থেকে জানা যাচ্ছে, কেন্দ্র-রাজ্য মিলিয়ে দেশের ৪৭ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই ক্রিমিনাল কেস রয়েছে। ৭২ কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে ২৯ জনের (৪০ শতাংশ) নামে আছে ফৌজদারি মামলা। তাঁদের অধিকাংশ বিজেপির। গুরুতর ফৌজদারি মামলা আছে ১৯ জনের বিরুদ্ধে (২৬ শতাংশ)। পশ্চিমবঙ্গ থেকে দু’জন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের নামও রয়েছে তালিকায়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা এনডিএ শরিক দলের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও চলছে ক্রিমিনাল কেস। এই তালিকায় উল্লেখযোগ্য নাম—কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী জেডিএসের এইচ ডি কুমারস্বামী ও হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতন রাম মাঝি। দ্বিতীয়জন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

    রিপোর্টে বলা হয়েছে, দেশের ১১টি রাজ্যের ৬০ শতাংশের বেশি মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন। এই রাজ্যগুলির মধ্যে বিজেপি-এনডিএ শাসিত বিহার, অন্ধ্র্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি, পুদুচেরির পাশাপাশি কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, হিমাচল, কর্ণাটক, আপ শাসিত পাঞ্জাব ও ডিএমকের শাসনাধীন তামিলনাড়ু রয়েছে। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের মোট ৬১ জন মন্ত্রীর মধ্যে ৪৫ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ঝুলে। এর মধ্যে গুরুতর অপরাধের মামলা ১৮টি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ৪০ জন মন্ত্রীর মধ্যে ১৩ জনের নামেও রয়েছে ফৌজদারি মামলা। এর মধ্যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। 
  • Link to this news (বর্তমান)