• নাভারোর বক্তব্য ‘ভুল’, কড়া সমালোচনা দিল্লির
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: রাশিয়ার তেল কেনার জন্য ভারতের সমালোচনা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হোয়াইট হাউসের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাভারো। এবার তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নাভারোর বক্তব্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘নাভারোর বক্তব্যের কোনও সারবত্তা নেই, তাই ভারত তাঁর বক্তব্যকে খারিজ করছে।’ গত সপ্তাহে ভারতের সমালোচনা করতে গিয়ে জাতপাতের প্রসঙ্গ টেনে এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই পরামর্শদাতা। তিনি দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনার ফলে সাধারণ ভারতীয়দের ক্ষতি করে ব্রাহ্মণরাই শুধু মুনাফা লুটছে। ভারতকে তেল বিক্রি করে পাওয়া টাকাই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ ছিল তাঁর। আমেরিকার কৌশলগত সঙ্গী হতে হলে, ভারতকে সেই মতো আচরণ করতে হবে বলেও জানান নাভারো। ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনায় আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। তারপর থেকেই ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে আগেও আক্রমণের পথে হেঁটেছিলেন নাভারো। এবার জবাব দিল ভারতও।
  • Link to this news (বর্তমান)