২০ বছরে ১০০ দিনের কাজ প্রকল্প, মজুরি বৃদ্ধির দাবি হাত শিবিরের
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইন (সহজ কথায় ১০০ দিনের কাজের আইন) ২০ বছরে পা দিল। ডঃ মনমোহন সিংয়ের নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার এনেছিল এই আইন। বেকারত্ব ঘোচানই এই আইনের উদ্দেশ্য। তবে নরেন্দ্র মোদি ২০১৪ সালে কেন্দ্রের কুর্সিতে বসার পর এই প্রকল্পের গুরুত্ব কমানোর চেষ্টা হয়েছে বলেই বিরোধীদের অভিযোগ। শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, প্রকল্পের দিন এবং মজুরি বাড়ানো হোক। ১০০ দিন থেকে সারা বছরে কাজের অধিকার ১৫০ দিন করার জন্য অনেকদিনই দাবি করেছে বিরোধীরা। মজুরিও দিনে ৪০০ টাকা করার দাবি করেছেন জয়রাম। বলেছেন, নিয়ম অনুযায়ী কোনও প্রকল্পের বাজেট বরাদ্দের ৬০ শতাংশ প্রথম ছ’মাসে খরচ করা যায় না। কিন্তু এনআরইজিএ’র ক্ষেত্রে গত পাঁচ মাসেই ৬০ শতাংশ বাজেট খরচ হয়ে গিয়েছে। তাই ১০০ দিনের কাজে একইসঙ্গে বাজেট এবং দিন বাড়ানোর দাবি করেছেন তিনি। যদিও সরকারের বক্তব্য, এই প্রকল্পে বাজেট নিয়ে কোনও চিন্তা নেই। এটি চাহিদার ভিত্তিতে প্রকল্প। যেমন চাহিদা হবে, সেই মতো বাজেট বরাদ্দ করা হবে।