• ডিজিটাল ঘুষ! অভিযুক্ত যোগীরাজ্যের পুলিস
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: বেআইনি লেনদেন মূলত নগদেই চলে। কারণ এতে কোনও প্রমাণ থাকে না। ধরা পড়ার ভয় নেই। তবে যোগীরাজ্যের এক পুলিস আধিকারিক ঘটিয়েছেন নজিরবিহীন কাণ্ড। অভিযোগ, তিনি ঘুষ নিয়েছেন ডিজিটাল মাধ্যমে। ঘুষের টাকা আত্মীয়দের পাঠিয়েছেন ডিজিটাল মাধ্যমেই। ফলে সবকিছুর প্রমাণ রয়ে গিয়েছে। সেই প্রমাণ সামনে আসতেই চরম বিপাকে পড়েছেন অভিযুক্ত পুলিস আধিকারিক নন্দলাল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি উত্তরপ্রদেশের হাতিগাওয়ান থানার ইন-চার্জ। তবে ঘুষ নেওয়ার অভিযোগটি সামনে এসেছে সদ্য। ডিজিটাল লেনদেনের একাধিক স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করেছেন নন্দলাল। অভিযোগ, সবটাই ঘুষের টাকা। তাঁকে নিয়ে জোর চর্চা চলছে সমাজমাধ্যমেও। যদিও নন্দলালের বিরুদ্ধে কোনও প্রশাসনিক পদক্ষেপ বা শাস্তির কথা জানা যায়নি। অন্যদিকে, এই জেলারই অন্য এক থানার দুই কনস্টেবলকে ঘুষ নেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, উৎসবের মরশুমে স্থানীয় দোকানগুলি থেকে জোর করে টাকা আদায় করতেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)