• ৪১টি ভোটই পাবেন, মমতার আশ্বাসে কলকাতা আসছেন না বিরোধী প্রার্থী
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করে ভোট ভিক্ষা শুরু। তারপর উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, অসম..। বেশ কয়েকটি রা‌঩জ্য সফর করলেন উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বুচিরেড্ডি সুদর্শন রেড্ডি। বিরোধী তো বটেই, সমর্থন চেয়ে চিঠিও দিয়েছেন বিজেপি সাংসদদের। প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের অবশ্য চিঠি দেননি। প্রোটোকল মেনেই। তবে নিজের ভোট চাইতে কলকাতা যাচ্ছেন না রেড্ডি। রাজনৈতিক বিশ্বস্ত সূত্রেই একথা জানা গিয়েছে। 

    কারণ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে। আর তাতেই সুদর্শন রেড্ডি সম্পূর্ণ আশ্বস্ত। তাঁকে বলা হয়েছে, অহেতুক কলকাতায় আসার দরকার নেই। লোকসভা-রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট ৪১টি ভোটই তিনিই পাবেন। একটি ভোটও অন্যত্র যাবে না। প্রয়োজনে অসুস্থ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ ব্যবস্থায় দিল্লি পাঠানো হবে। 

    উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ ভবনের পাশাপাশি রা঩জ্য বিধানসভাতেও ভোট দেওয়া যায়। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় সংসদেই। সাংসদদের সশরীরে এসেই ভোট দিতে হয়। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন আগামী মঙ্গলবার ৯ সেপ্টেম্বর। 

    তবে কেমনভাবে হবে ভোট? তা অনেক নতুন সাংসদই হয়ত জানেন না। তারই লক্ষ্যে নতুন সাংসদের জন্য বিরোধীরা সংবিধান সদনের সেন্ট্রাল হলে সোমবার দুপুরে আয়োজন করেছে ‘মক পোলের।’ বিরোধীদের সব নতুন সাংসদদের হাজির থাকতে বলা হয়েছে। উপরাষ্ট্রপতি ভোটে এবার লড়াই হবে বলেই মনে করছে বিরোধী ইন্ডিয়া। এই ভোটে দলের কোনও হুইপ চলে না। যাকে ইচ্ছা ভোট দিতে পারেন সাংসদরা। 

    তবে বিরোধীদের ভোট যাতে নষ্ট না হয়, তারই লক্ষ্যে নকল ভোটের ব্যবস্থা করে বুঝিয়ে দেওয়া হবে কীভাবে ব্যালট পেপারে ভোট দিতে হয়। আজ শনিবার আসছে ব্যালট। জমা থাকবে রাজ্যসভার সচিবালয়ে। ব্যালটের প্রথমে থাকবে বি সুদর্শন রেড্ডির নাম। দ্বিতীয়টি এনডিএর প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। যাঁকে পছন্দ তাঁর নামের পাশে থাকা বক্সে ভোটদাতাকে ইংরেজিতে লিখতে হবে ওয়ান (১)। সংখ্যায়। বাকি ঘরটি ফাঁকাও রাখা যাবে। অথবা লিখতে হবে টু (২)। রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদির পক্ষ থেকে যে নির্দিষ্ট পেন দেওয়া হবে, তাতেই লিখতে হবে। নিজের কোনও কলম ব্যবহার করলেই ভোট বাতিল। কাগজের এই ব্যালট গোনা হবে ভোটের দিনই। তা‌ই মসৃণভাবে যাতে বি সুদর্শন রেড্ডির ভোট পড়ে, তারই লক্ষ্যে বিরোধীরা সোমবার একজোট হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)