• ‘বি’ দিয়ে শুরু বিড়ি ও বিহার, কেরল কংগ্রেসের পোস্ট ঘিরে তোলপাড়
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ পর্যম্ত জিএসটি। আর বিড়িতে জিএসটির পরিমাণ ২৮ শতাংশ থেকে কমে মাত্র ১৮ শতাংশ। সম্প্রতি অর্থমন্ত্রকের এহেন ঘোষণার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে। বিড়ির ক্ষেত্রে আচমকা এই ছাড়কে হাতিয়ার করে বিজেপির ‘বিহার প্রেমে’ খোঁচা দিয়েছে কেরল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে মোদিকে বাঁচিয়েছিল নীতীশের বিহার। আবার সামনেই বিধানসভা নির্বাচন। এটা কি তার পুরস্কার? সোশ্যাল মিডিয়ায় হাত শিবিরের পোস্ট—বি দিয়ে শুরু বিহার ও বিড়ি। তাই বিড়িকে আর সিন গুডস ও ট্যাক্সের আওতায় বিবেচনা করা হচ্ছে না। পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হলেও বিতর্ক চরমে। ময়দানে নেমেছে গেরুয়া শিবিরও। তাদের কথায়, কংগ্রেসের এই মন্তব্য অপমানজনক। বিহারের মাটিতে প্রধানমন্ত্রীর মৃত মাকে হেনস্তার পর এবার বিহারকে বিড়ির সঙ্গে তুলনা করেছে তারা। 

    কেরল প্রদেশ কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। জিএসটি মকুব ও বিহার নির্বাচনের ইস্যুকে খোঁচা দিয়ে সেখানে প্রশ্ন তোলা হয়, সিগারেট ও তামাকজাত পণ্যকে ‘পাপের পণ্য’ হিসেবে চিহ্নিত করে ৪০ শতাংশ জিএসটি আরোপ করেছে মোদি সরকার। কিন্তু এই তালিকায় বিড়ি নেই। বিহারের মতো বি দিয়ে শুরু হওয়ার জন্যই কি ‘পাপমুক্ত’ হয়েছে বিড়ি? এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
  • Link to this news (বর্তমান)