নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে কেবলমাত্র দেশের স্বার্থই বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘ভারত রাশিয়ার থেকে তেল কেনা জারি রাখবে। কোথা থেকে তেল কিনব, সেটাও আমরা ভাবব।’ এদিন নতুন জিএসটি কাঠামো নিয়ে নির্মলা বলেন, ‘কিছু বিলাসবহুল ও ক্ষতিকর দ্রব্য ছাড়া ৯৯ শতাংশ পণ্যের উপর জিএসটি ৫ ও ১৮ শতাংশ করা হয়েছে। নাগরিকদের উপর পরোক্ষ করের বোঝা কিছুটা লাঘব করবার প্রয়োজন ছিল।’ নির্মলার মন্তব্য, জিএসটি ১.০ ছিল সংহতির পক্ষে পদক্ষেপ। জিএসটি ২.০ সেই ব্যবস্থাকে আরও সরলীকরণ করেছে। আগামী দিনে জিএসটি ৩.০-এ কর কাঠামো আরও স্বচ্ছ করা হবে।