• রেলের প্যাকেজ ট্যুর
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেপ্টেম্বর এবং অক্টোবর। এই দু’মাস জুড়ে গঙ্গাসাগর কেন্দ্রিক চারটি প্যাকেজ ট্যুরের আয়োজন করছে রেলমন্ত্রকের আওতাধীন আইআরসিটিসি। ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে এই পর্যটনের ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গাসাগরের  সঙ্গে প্যাকেজ ট্যুরগুলিতে ভিন রাজ্যের একাধিক তীর্থস্থানও দ্রষ্টব্যের মধ্যে রাখা হচ্ছে। এমনই জানিয়েছে রেলমন্ত্রকের শীর্ষ সূত্র। গঙ্গাসাগর কেন্দ্রিক রেলের প্রথম প্যাকেজ ট্যুর শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। দ্বিতীয় প্যাকেজ ট্যুর শুরু ১৩ সেপ্টেম্বর। তৃতীয় ও চতুর্থ প্যাকেজ ট্যুরে গঙ্গাসাগর ছাড়াও দেখানো হবে কালীঘাটের মন্দির।
  • Link to this news (বর্তমান)