• মাটিগাড়ায় অনাস্থা ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ভাঙাভাঙি অব্যাহত, আজ বৈঠক করে কৌশল নির্ধারণ করবে বিক্ষুব্ধরা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দল ভাঙাভাঙি অব্যাহত! কখনও দলের ক্ষমতাসীন গোষ্ঠী চাপ দিয়ে অনাস্থা প্রস্তাব পেশকারীদের মধ্যে দু’জনের অবস্থান পরিবর্তন করিয়েছে বলে অভিযোগ। তলে তলে শিকড় কাটছেন বিক্ষুব্ধরা। আজ, শনিবার তাঁরা কৌশল নির্ধারণে বৈঠকে বসবেন। মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের ‘কুর্সি’ দখল নিয়ে এমন লড়াইউ চলছে জোড়াফুল শিবিরে। এমন ঘোলা জলে ফায়দা তুলতে মরিয়া পদ্ম শিবির। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতিতে জোরচর্চা শুরু হয়েছে। 

    তৃণমূলের দার্জিলিং জেলার চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল অবশ্য বলেন, ওই পঞ্চায়েতের ২২ জন সদস্যই দলের। সেখানকার সমস্যা মিটে যাবে। 

    কয়েকদিন আগে তৃণমূল শাসিত মাটিগাড়া-২ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন তৃণমূল কংগ্রেসেরই ১৩ জন পঞ্চায়েত সদস্য। এরপর ওই সদস্যদের মধ্যে দু’জনকে ভাঙিয়েছে দলের শাসকগোষ্ঠী। দলীয় সূত্রের খবর, কয়েকদিন আগে অনাস্থা প্রস্তাব পেশকারীদের নিয়ে হেয়ারিং করে ব্লক প্রশাসন। সেখানেই দু’জন অবস্থান পরিবর্তন করেন। অভিযোগ, দলের শাসক গোষ্ঠীর চাপে তাঁরা মত পাল্টেছেন। 

    এই অবস্থায় পাল্টা ঘুঁটি সাজাচ্ছে দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। তারা প্রধানের সঙ্গে থাকা সদস্যদেরও কাছে টানার চেষ্টা করছেন। এমনকী, সকলকে গোপন ডেরায় পাঠানোর পরিকল্পনা নিচ্ছে। এজন্য আজ, তারা বৈঠকে বসছেন। বিক্ষুব্ধ মধ্যে পঞ্চায়েতের উপপ্রধান শিবন বিশ্বাস বলেন, তলবি সভা না ডেকে চাপ দিয়ে সদস্যদের রাস্তা থেকে হটানোর চেষ্টা করছে দলের কয়েকজন ক্ষমতালোভী নেতা। এতে কিছু হবে না। তলবি সভা ডাকলেই অবস্থা পাল্টে যাবে। পঞ্চায়েতের অধিকাংশ সদস্য আমাদের পক্ষে। শীঘ্রই অনাস্থা প্রস্তাব নিয়ে সভা ডাকতে হবে। তা না হলে আদালতের দ্বারস্থ হব। 

    প্রসঙ্গত, সংশ্লিষ্ট পঞ্চায়েতের মোট আসন ২৫টি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ২৩টি এবং বিজেপি দু’টি আসন কব্জা করে। তৃণমূলে ২৩ জন সদস্যর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ২২। তৃণমূলের দুই গোষ্ঠীর পাল্লা এখানে সমান। উভয়পক্ষের কাছে ১১ জন করে সদস্য। এমন প্রেক্ষাপটে বিজেপি’র দুই সদস্য আসরে নেমেছে বলে খবর। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, তৃণমূলের দু‌ই ঩গোষ্ঠীর লড়াইয়ে অংশ নিয়ে ফায়দা তোলার ছক কষেছে বিজেপি। যদিও বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন বলেন, তৃণমূলের ওই লড়াই নিয়ে মাথা ঘামাচ্ছি না। 
  • Link to this news (বর্তমান)