• বক্সা পাহাড় প্লাস্টিকমুক্ত করতে উদ্যোগী প্রশাসন
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সমুদ্রস্পৃষ্ঠ থেকে ২৭০০ ফুট উচ্চতায় হিমালয়ের সিঞ্চুলা রেঞ্জে বক্সা পাহাড়কে প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে উদ্যোগী হল আলিপুরদুয়ার জেলাপ্রশাসন। শুক্রবার সান্তলাবাড়ি থেকে বনদপ্তর, বনবস্তিবাসী, জেলা পরিষদ ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে নিয়ে এই অভিযান শুরু করল প্রশাসন। 

    এদিন সমতল সান্তলাবাড়িতে বক্সাকে প্লাস্টিকমুক্ত অভিযানের সূচনা করেন জেলাশাসক আর বিমলা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং ও রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম ডুকপা সহ একঝাঁক জনপ্রতিনিধি। উপস্থিত ছিলেন বনকর্তারাও। 

    আর কয়েকদিন পরেই রাজ্যের সমস্ত জঙ্গল খুলে যাচ্ছে। সান্তলাবাড়ি, আদমা, লেপচাখা, চুনাভাটি ও ঐতিহাসিক বক্সা ফোর্ট সহ বক্সার ১৩টি পাহাড়ি গ্রামে পর্যটকদের ঢল নামবে। পর্যটকদের ঢল নামবে সংলগ্ন রায়মাটাং, জয়ন্তী ও রাজাভাতখাওয়াতেও। তার আগেই বক্সায় প্লাস্টিকমুক্ত অভিযানে নামল জেলাপ্রশাসন। 

    এদিন সান্তলাবাড়িতে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের প্রশাসন একটি করে ডাস্টবিন তুলে দেয়। প্রতিটি দোকানে ‘নো প্লাস্টিক প্লিজ’ লেখা একটি করে সুপারি খোলের থালাও দেওয়া হয়। এছাড়াও সান্তলাবাড়িতে এদিন একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলও চালু করা হয়েছে। ওই স্টল থেকে পর্যটকরা কাপড়ের ব্যাগ, খাওয়ার শালপাতা, সুপারি খোলের থালা, বাটি ও মাটির কাপ সংগ্রহ করে নিতে পারবেন। 

    রাজাভাতখাওয়া পঞ্চায়েতের প্রধান বলেন, পর্যটকদের বর্জ্য ফেলার সুবিধার্থে বক্সা পাহাড়ের প্রতিটি গ্রামের পাহাড়ি বাঁকগুলিতে একটি করে ডাস্টবিন রাখা হচ্ছে। এখন থেকে জঙ্গল খোলার আগে পর্যন্ত বক্সা পাহাড়ে প্রতিদিন বর্জ্য সাফাইয়ের কাজ চলবে। বক্সা পাহাড়ের হোমস্টেগুলিতে ইতিমধ্যেই পুরোদমে বুকিংও শুরু হয়ে গিয়েছে। 

    জেলাশাসক বলেন, বক্সা পাহাড়কে প্লাস্টিকমুক্ত করতে ট্যুরিস্ট গাইড ও বনবস্তিবাসীদের নিয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। নতুন পর্যটন মরশুম শুরুর আগেই বক্সাকে প্লাস্টিকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)