• কৃষ্ণনগরে ছাত্রী খুন: দেশরাজকে আজ তোলা হবে আদালতে
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে আজ, শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে। পাঁচদিন জেল হেফাজতে থাকার পর দেশরাজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করাই এখন মূল লক্ষ্য পুলিসের। 

    চলতি সপ্তাহে গত সোমবার উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে দেশরাজকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে সে জেল হেফাজতেই রয়েছে। এরই মধ্যে টিআই প্যারেডে ঈশিতার মা কুসুম মল্লিক এবং ভাই করণ মল্লিক দেশরাজকে শনাক্ত করেছেন। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, গত ২৫আগস্ট খুনের পর দেশরাজ হাওড়া থেকে জেনারেল টিকিট কেটে দুন এক্সপ্রেসে  উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝপথে সে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে দেয়। তারপর এক্সপ্রেস ট্রেনে রিজার্ভেশন টিকিট করায় টিটির মাধ্যমে। অযোধ্যায় পৌঁছে হোটেলে বাবা রাঘবেন্দ্রপ্রতাপ সিংয়ের নামে ঘর বুক করেছিল। সেইমতো হোটেল মালিক সুমিত তিওয়ারিকে দেশরাজের বাবা ২০ হাজার টাকা পাঠায়। সেই টাকা দিয়েই সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছিল দেশরাজ।
  • Link to this news (বর্তমান)