বাঁকুড়া পুরুলিয়া ও আরামবাগে সাড়ম্বরে পালিত শিক্ষক দিবস
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ও সংবাদদাতা: শুক্রবার নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে শিক্ষক দিবস পালিত হয়। এদিন বাঁকুড়ার একাধিক স্কুলের অনুষ্ঠানে সাংসদ অরূপ চক্রবর্তী যোগ দেন। তাঁর এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত অর্থে পুরন্দরপুর ও কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ঠান্ডা পানীয় জলের মেশিনের সূচনা করেন। বড়জোড়া ব্লক তৃণমূলের উদ্যোগে এক অনুষ্ঠানে সভাপতি কালিদাস মুখোপাধ্যায় ও বিধায়ক অলোক মুখোপাধ্যায় শিক্ষকদের সংবর্ধনা দেন। বৃহস্পতিবার কলকাতার অনুষ্ঠানে বাঁকুড়ার দুই শিক্ষারত্ন রক্তিম মুখোপাধ্যায় ও লক্ষণ মণ্ডলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দেন। রক্তিমবাবু বাঁকুড়া জেলা স্কুলে শিক্ষকতা করেন। লক্ষণবাবু শিরোমণিপুর তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
শিক্ষক দিবস উপলক্ষ্যে বরাবাজারের বাহু সাধু আশ্রম হাইস্কুলে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও আইসি পার্থসারথি চক্রবর্তী। তিনি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস পালন করেন। সেই সঙ্গে এদিন স্কুল চত্বরে ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। বান্দোয়ানের চিরুডি স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, পুরুলিয়া-২ সদর চক্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজীবলোচন সরেন।
রঘুনাথপুর মহকুমার একাধিক সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে সাড়ম্বরে শিক্ষক দিবস পালন করা হয়। তবে এদিন সরকারিভাবে ছুটি থাকায় বেশিরভাগ বিদ্যালয় সকালের দিকেই দিনটি পালন করেন। সাঁতুড়ি ব্লকের তালবেড়িয়া পন্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষ্যে দু’দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা হয়। এদিন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণেন্দু মণ্ডল বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বিদ্যালয় চলছে। সকল ছাত্রছাত্রী, শিক্ষক -শিক্ষিকার একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। এদিন আরামবাগ মহকুমাতেও সাড়ম্বরে শিক্ষক দিবস পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আরামবাগের সংসদ সদস্যা মিতালি বাগ এদিন শিক্ষকদের সংবর্ধনা দিতে যান। পাশাপাশি পুলিসের উদ্যোগেও বিভিন্ন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়া নানা রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।