২৫ লক্ষ টাকা উদ্ধার, উত্তরপাড়ার বাসিন্দা গ্রেপ্তার
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা ওল্ড চীনাবাজার স্ট্রিট থেকে নগদ ২৫ লক্ষ টাকা সহ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সঞ্জীব মজুমদার (৪৯)। বাড়ি হুগলির উত্তরপাড়ায়। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানা এলাকার ওল্ড চীনাবাজার স্ট্রিটে নজরদারি চালাচ্ছিলেন। ঠিক তখনই একটি ব্যাগ হাতে যাচ্ছিলেন সঞ্জীব। কলকাতা পুলিসের দাবি, ব্যাগে তল্লাশি চালাতেই তা থেকে হিসেব বহির্ভূত ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়।
এই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় সঞ্জীবকে গ্রেপ্তার করে লালবাজার। ধৃতের বিরুদ্ধে স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা দায়ের করে তদন্তে নেমেছে কলকাতা পুলিস। ধৃতকে এদিন ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে, আদালত তাকে পুলিস হেফাজতে পাঠিয়েছে। টাকা উদ্ধারের বিষয়টি ইতিমধ্যে আয়কর দপ্তরকে জানিয়েছে লালবাজার। কলকাতার পুলিসের পাশাপাশি উদ্ধার হওয়া টাকার উৎস জানতে তদন্তে নেমেছে আয়কর দপ্তর।