সংবাদদাতা, বারুইপুর: মাতলা নদীতে ভেসে এল মৃত ডলফিন। শুক্রবার সকালে কুলতলির কৈখালির কাছে প্রাণীটিকে ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁরা খবর দেন বন বিভাগের পিয়ালি বিট অফিসে। বন আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ডলফিন উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। জানা গিয়েছে, প্রাণীটির ঠোঁট ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান, সমুদ্রে কোনও ট্রলার বা জাহাজের প্রপেলারের ধাক্কায় আঘাত পেয়েছিল। তার ফলে মৃত্যু হয়।
অন্যদিকে নদীর ধারে ডলফিন এসেছে এই খবর চাউর হতেই ভিড় জমে যায়। প্রাণীটি কোথা থেকে এই অঞ্চলে এল তা জানা যায়নি। বনবিভাগের অনুমান, দিকভ্রষ্ট হয়ে এদিকে চলে আসার সম্ভাবনা বেশি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। কৈখালির দিকে এর আগে ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে কি না তা কেউ বলতে পারেননি। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ক্যানিং শাখা মৃত ডলফিনটি পরীক্ষা করতে চায় বলে জানিয়েছে। তারা বনবিভাগের সঙ্গে এ বিষয়ে কথা বলবে বলে