পানিহাটির লুটের ঘটনায় গ্রেপ্তার দুই
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটির মহেন্দ্রনগরে মদ্যপানের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘোলা থানার পুলিস তদন্তে নেমে রাম সমাদ্দার ও তপন দাসকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধার করেছে পুলিস। গত ৬ আগস্ট পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরে মিতা চন্দ বোসের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। অভিযোগ, মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল। মিতাদেবীর আলমারিতে থাকা নগদ সাত হাজার টাকা, সোনার হার, কানের দুল সহ নানা গয়না নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা।
Link to this news (বর্তমান)