• যত্রতত্র বিজ্ঞাপন! হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ও তার আশপাশের লাগোয়া শহরগুলিতে আইনের তোয়াক্কা না করে যত্রতত্র বিজ্ঞাপন, হোর্ডিং লাগানো হচ্ছে। এমনই অভিযোগে নতুন জনস্বার্থ মামলা হল হাইকোর্টে। মামলায় আবেদন জানানো হয়েছে, অবিলম্বে এই যত্রতত্র বেআইনি বিজ্ঞাপন ও হোর্ডিং লাগানো বন্ধ করতে হবে। বিধাননগরের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার অনিন্দ্য চট্টোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন। এই মামলার প্রাথমিক শুনানির পর কলকাতা পুরসভা, নগরোন্নয়ন দপ্তর মেট্রো রেল সহ মামলায় যুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলির জবাব তলব করেছে হাইকোর্ট। 

    বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ২০০৮ সালে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। ২০১৭ সালে পুর ও নগরোন্নয়ন দপ্তর শহরের বেশ কিছু এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করে। ফলে সেই সব এলাকায় বিজ্ঞাপন লাগানো নিষিদ্ধ। বাস্তবে সেসব নির্দেশ মানা হচ্ছে না। মামলায় অভিযোগ করা হয়েছে, দু’বছর আগে মেট্রোর প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়র বিজ্ঞপ্তি জারি করেন, মেট্রোর কোনও পরিকাঠামো বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা যাবে না। অথচ এখন মেট্রোর স্তম্ভ থেকে যে কোনও পরিকাঠামো জুড়ে বেআইনি বিজ্ঞাপন লাগানো হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে কলকাতা শহরে কিউআর কোড সিস্টেম ব্যবহার করে বেআইনি বিজ্ঞাপন চিহ্নিত করা যায়।
  • Link to this news (বর্তমান)