• ১৪টি রাস্তায় কার পার্কিংয়ের এজেন্সি নিয়োগ করতে নিলাম ডাকছে পুরসভা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের ১৪টি রাস্তায় গাড়ি পার্কিংয়ের দায়িত্ব সামলানোর জন্য নতুন করে এজেন্সি নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা। সব মিলিয়ে ৪৮২টি গাড়ি পার্কিং করা যাবে। তবে এবার আর টেন্ডার নয়, পার্কিং লটের দায়িত্ব বণ্টনের জন্য নিলাম (ই-অকশন) ডাকতে চলেছে পুর কর্তৃপক্ষ। শীঘ্রই মেয়র পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই পর্যায়ে ই এম বাইপাসেও সরকারি পার্কিং লট বানানোর সিদ্ধান্ত হয়েছে। এই ১৪টি রাস্তার মধ্যে বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া এবং মুকুন্দপুরে ৯০টি গাড়ি রাখার উপযোগী পার্কিং লট সামলানোর সংস্থা নিয়োগ করা হবে। বাইপাস কলকাতা পুরসভার হাতে আসার পর এই প্রথম সরকারি পার্কিং লট বানাতে চলেছে কর্তৃপক্ষ।

    এত বছর ধরে পার্কিং লটের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে টেন্ডারের মাধ্যমেই এজেন্সি নিয়োগ হয়েছে। কিন্তু পুরসভা সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে বর্তমানে টেন্ডারের থেকে ই-অকশনে বেশি গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে। সেই সূত্রে এই প্রথম পুরসভার বিজ্ঞাপন বিভাগ পার্ক স্ট্রিটের আলোকসজ্জার গেটে বিজ্ঞাপন দেওয়ার জন্য সংস্থা নিয়োগের ক্ষেত্রে ই-অকশন করে। এবার পার্কিং বিভাগও সেই পথে হাঁটল। সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা বলেন, ‘শহরের বিভিন্ন এলকায় মোট ১৪টি রাস্তার ১৮টি স্ট্রেচ বা লোকেশনে গাড়ি রাখার ব্যবস্থা হচ্ছে সরকারিভাবে। সেগুলি পরিচালনার দায়িত্ব তুলে দিতেই এই নিলাম। এই প্রথম নিলামের মাধ্যমে পার্কিং লট বণ্টন করা হবে।’ 

    জানা গিয়েছে, জওহরলাল নেহরু রোড, গরচা রোড, রমণী চ্যাটার্জি রোড, হিন্দুস্তান পার্ক, বিপিন পাল রোড, সুরেন টেগোর রোড, লেক ভিউ রোড, যতীন বাগচী রোড, হিন্দুস্থান রোড, ডোভার লেন, গরচা ফার্স্ট লেন, বিশ্ববাংলা সরণি অর্থাৎ ই এম বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া এবং মুকুন্দপুর ও গড়িয়াহাট রোডে ফ্লাইওভারের নীচে সব মিলিয়ে মোট ৪৮২টি গাড়ি পার্কিংয়ের জন্য সংস্থা নিয়োগ করা হবে। 
  • Link to this news (বর্তমান)