নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যায়ভাবে গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিস চালান কাটছে। এই অভিযোগে দক্ষিণ কলকাতার বাঘাযতীন মোড়ে অটোচালকরা বিক্ষোভ প্রদর্শন করলেন। শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ বাঘাযতীন মোড়ে তাঁরা রাস্তা অবরোধ করেন। পুলিস সূত্রে খবর, মিনিট পাঁচেক তাঁরা বিক্ষোভ দেখান। পুলিস গিয়ে অটোচালকদের সঙ্গে কথাবার্তা বলে। সূত্রের খবর, পরবর্তীকালে অটোচালকরা গড়িয়া ট্রাফিক গার্ডের দপ্তরে এসেও কথাবার্তা বলেন। অটোচালকরা জানিয়েছেন, ‘সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত গড়িয়া-গোলপার্ক রুটের সমস্ত অটো চলাচল বন্ধ ছিল। পাটুলি রুটেও অটো বন্ধ ছিল। একদিনে কত টাকা আয় হয় যে আমরা চালানের টাকা দেব।’ ওই রুটের এক অটোচালক কৃষ্ণ হালদার বলেন, ‘আমরা সমস্ত রকমের ট্যাক্স দিয়ে থাকি। আর আমাদের উপরেই বারবার কেস দেওয়া হচ্ছে। পুজোর সময় আমাদের অটো বন্ধ করে দেওয়া হয়। এদিকে ব্যাটারিচালিত রিকশগুলি বড় রাস্তার উপর উঠে যাচ্ছে। পুজোর সময়েও ই-রিকশকে ছাড় দেওয়া হয়। এটা কেন হবে?’ দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ রুটে অটো বন্ধ থাকার কারণে বিস্তর সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।